Bollywood Box Office: মুখোমুখি অক্ষয়-আমিরের ছবি, প্রথম দিনের আগাম বুকিং কালেকশনে কে রইল এগিয়ে

Akshay VS Aamir: বলিউডের বর্তমানে বক্স অফিসের ছবি বেশ কঠিন। দক্ষিণের সঙ্গে কড়া টক্করে বেজায় কুপোকাত। যদিও তা মেনে নিতে নারাজ বহু বলিউডের ছবি নির্মাতারা।

Bollywood Box Office: মুখোমুখি অক্ষয়-আমিরের ছবি, প্রথম দিনের আগাম বুকিং কালেকশনে কে রইল এগিয়ে
TV9 Bangla Digital

| Edited By: Jayita Chandra

Aug 07, 2022 | 8:22 AM

১১ অগস্ট মুক্তি পেতে চলেছে বলিউডের দুই ছবি। আমির খান অভিনীত ছবি লাল সিং চাড্ডা ও অক্ষয় কুমার অভিনীত ছবি রক্ষা বন্ধন। বি-টাউনে ফলে কড়া টক্করে এখন দুই সুপারস্টার। এক দিকে যেমন একাধিক ব্লকবাস্টার ছবি বক্স অফিসে উপহার দিয়েছেন আমির খান, তেমনই আবার অক্ষয় কুমারও পাল্লা দিয়ে ভাল ছবি করে গিয়েছেন। তবে অতীতের বক্স অফিস কালেকশনে চোখ রাখলে একটা বিষয় স্পষ্ট, দুই স্টারের শেষ মুক্তি পাওয়া ছবি ভয়ানক ফ্লপ। আমির খানের ঠগস অব হিন্দুস্তান, অন্যদিকে অক্ষয় কুমারের ছবি বচ্চন পান্ডে।

তবে আমির খানের শেষ ছবি মুক্তি পেয়েছিল তিন বছর আগে, যেখানে অক্ষয় কুমারের শেষ মুক্তি পাওয়া ছবি কয়েকমাস আগেই। বলিউডের বর্তমানে বক্স অফিসের ছবি বেশ কঠিন। দক্ষিণের সঙ্গে কড়া টক্করে বেজায় কুপোকাত। যদিও তা মেনে নিতে নারাজ বহু বলিউডের ছবি নির্মাতারা। তবে ফ্লপের মাঝেও বেশ কিছু রয়েছে, যা ঘিরে বলিউডের আশা এখনও ধিকি ধিকি জ্বলছে। গাঙ্গুবাই কাথিওয়াড়ি, ভুল ভুলাইয়া ২ প্রভৃতি ছবি। তবে বলিউডের কপাল থেকে এই ফ্লপ তকমা কি সরাতে পারবে এই দুই স্টারের ছবি!

না, একে অন্যের পথ থেকে সরে দাঁড়ানো নয়, বরং কড়া টক্করে এবার সামিল দুই ছবি। প্রথম দিনের অ্যাডভান্স বুকিং খুলে গিয়েছে। প্রথম রাতেই ৭৪ লাখ টাকার টিকিট বিক্রি হল লাল সিং চাড্ডার। অন্যদিকে প্রথম দিনের রেসে বেশ কিছুটা পিছিয়ে অক্ষয় কুমার। তিনি আয় করলেন ৬৭ লাখ টাকা। যদিও দুই স্টারের ছবি মুক্তির ক্ষেত্রে রয়েছে একটি বিশেষত্ব। আমির খানের ছবি প্রাথমিকভাবে মাল্টিপ্লেক্সে বেশি চলে। অন্যদিকে অক্ষয় কুমারের ছবি বেশি চলে সিঙ্গল স্ক্রিনে। তাই অক্ষয়ের সঠিক সংখ্যাটা পাওয়া যাবে প্রথম দিন টিকিট বিক্রির পরই। লাল সিং চাড্ডার ক্ষেত্রেও তাই। তবে অ্যাডভান্স বুকিং-এর ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে থাকলেন আমির খান। প্রথম রাতের টিকিট বিক্রির সংখ্যায় তেমনটাই স্পষ্ট।

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla