Merry Christmas Release: ‘ডানকি’, ‘সালার’-এর সঙ্গে নয়, ছবির হিতেই পাল্টাল ‘মেরি ক্রিসমাস’-এর মুক্তির তারিখ

Salaar-Dunki: ২০২১ সালে ঘোষিত হয়েছিল ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতিকে নিয়ে 'মেরি ক্রিসমাস' ছবিটি তৈরি করছেন শ্রীরাম রাঘবন। তাঁর 'আন্ধাধুন', 'বদলাপুর', 'এক হাসিনা থি'র মতো এটিও একটি থ্রিলার ঘরানার ছবি।

Merry Christmas Release: ডানকি, সালার-এর সঙ্গে নয়, ছবির হিতেই পাল্টাল মেরি ক্রিসমাস-এর মুক্তির তারিখ
'মেরি ক্রিসমাস'-এ ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি।

| Edited By: Sneha Sengupta

Oct 03, 2023 | 3:55 PM

এবারের শীতটা দারুণ জমবে সিনেমাপ্রেমীদের। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে একগুচ্ছ দুর্দান্ত সব ছবি। মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘ডানকি’। মুক্তি পাচ্ছে প্রভাসের ‘সালার’। ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছবির। এই দুই ছবির কারণে আগিয়ে আসতে পারে ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘মেরি ক্রিসমাস’। শ্রীরাম রাঘবনের এই ছবিটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতিও। যে বিজয়কে ভিলেনরূপে ‘জওয়ান’ ছবিতে প্রত্যক্ষ করেছে দেশ-বিদেশের দর্শক।

বেশি বাজেটের ছবি ‘ডানকি’ এবং ‘সালার’ মুক্তির সময়ই মুক্তি পাওয়ার কথা ছিল ‘মেরি ক্রিসমাস’-এর। মুক্তির তারিখ ছিল ২৩ ডিসেম্বর। বড়দিনের আগে ছবির মাধ্যমে দর্শককে ‘মেরি ক্রিসমাস’ বলতে চেয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু তা আর হচ্ছে না। ‘ডানকি’, ‘সালার’-এর জন্য এগোতে হচ্ছে রিলিজ়।

মঙ্গলবারই ‘মেরি ক্রিসমাস’-এর নির্মাতার জানিয়েছেন, মুক্তির তারিখ এগিয়ে আসছে। ছবিটি মুক্তি পাবে ৮ ডিসেম্বর, ‘সালার’ এবং ‘ডানকি’ মুক্তির ২ সপ্তাহ আগে।

২০২১ সালে ঘোষিত হয়েছিল ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতিকে নিয়ে ‘মেরি ক্রিসমাস’ ছবিটি তৈরি করছেন শ্রীরাম রাঘবন। তাঁর ‘আন্ধাধুন’, ‘বদলাপুর’, ‘এক হাসিনা থি’র মতো এটিও একটি থ্রিলার ঘরানার ছবি।