Tabassum Death: স্বাধীনতার বছরের শিশুশিল্পী, মৃত্যু ঘটেছে বলিউডের সদাহাস্যময়ী অভিনেত্রী তাবাসুমের

Bollwood Deaths: শুক্রবার সন্ধ্যায় মারা যান তাবাসুম। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।

Tabassum Death: স্বাধীনতার বছরের শিশুশিল্পী, মৃত্যু ঘটেছে বলিউডের সদাহাস্যময়ী অভিনেত্রী তাবাসুমের
তাবাসুম...

| Edited By: Sneha Sengupta

Nov 19, 2022 | 7:36 PM

বর্ষীয়ান অভিনেত্রী এবং এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী তাবাসুমের প্রয়াণ ঘটেছে মুম্বইয়ে। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তারকার। দুঃসংবাদ জানিয়েছেন তাঁর পুত্র হোশাং গোভিল। শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।

হোশাং বলেছেন, “শুক্রবার রাত ৮.৪০ নাগাদ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন আমার মা। মায়ের শরীর একেবার সুস্থ ছিল। আমাদের শোয়ের জন্য ১০ দিন আগেই শুটিং করেছিলাম। মা কত আনন্দ করে সেই শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরের সপ্তাহেও আমাদের শুটিং করার কথা ছিল। কিন্তু মাঝখান থেকে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। সবটাই খুব আচমকা। আমার এখনও মানতে পারছি না মা আর নেই।”

হোশাং জানিয়েছেন, তাবাসুমকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরপর দুটি হার্ট অ্য়াটাক হয় তাঁর। আর বাঁচানো যায়নি অভিনেত্রীকে।

দেশ স্বাধীনের বছর, অর্থাৎ ১৯৪৭ সালে শিশু শিল্পী হয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন তাবাসুম। ‘নার্গিস’, ‘মেরা সুহাগ’, ‘মাঝধার’, ‘বড়ি বহন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। শেষ অভিনয় করেছিলেন ‘স্বর্গ’ নামের একটি ছবিতে। ১৯৯০ সালে মুক্তি পায় সেই ছবি। ১৯৭২ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ‘ফুল খিলে হ্যায় গুলশন গুলশন’ নামের একটি সেলেব্রিটি টক শো হোস্ট করতেন তাবাসুম।