Gadar 2 Offer: দু’টো কিনলে আরও দু’টো ফ্রি, বাজার ধরে রাখতে এবার মরিয়া অফার দিল ‘গদর ২’
Special Offer: ৫০০ কোটির দরজদায় ইতিমধ্যএই পৌঁছে গিয়েছে ছবির আয়। তবে শেষ বেলায় এসে এবার কোথাও গিয়ে যেন গদর ২ ছবির ঘরে আরও লাভের অঙ্ক তুলে নিতে বড় অফার ঘোষণা করল ছবির প্রযোজনা সংস্থা।

১১ অগস্ট মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর ২’। ঝড়ের গতিতে যা বক্স অফিসে জায়গা করে নেয় রাতারাতি। ছবি মুক্তির আগে থেকেই মিলেছিল আভাস, গদর ২ বক্স অফিসে নয়া ইতিহাস গড়বে। ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসের উইকএন্ড-এ যেভাবে প্রেক্ষাগৃহে দর্শক টেনেছিল এই ছবি, তা এক কথায় বলতে গেলে সকলকেই তাক লাগিয়ে দেয়। দিন দিন যে হারে লক্ষ্মী লাভ করেছে এই ছবি, তা প্রাথমিকভাবে পাঠান ছবিকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। বর্তমানে এই ছবি তৃতীয় সপ্তাহে এসেও দর্শক টানছে প্রেক্ষাগৃহে। ৫০০ কোটির দরজদায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ছবির আয়। তবে শেষ বেলায় এসে এবার কোথাও গিয়ে যেন গদর ২ ছবির ঘরে আরও লাভের অঙ্ক তুলে নিতে বড় অফার ঘোষণা করল ছবির প্রযোজনা সংস্থা।
রাখি বন্ধন উৎসব উপলক্ষে এবার বিশেষ ছাড়েপ ব্যবস্থা। হাতে মাত্র আর ৭টা দিন। তারপরই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। ‘ওমাইগড ২’ থেকে শুরু করে ড্রিম গার্ল, দুই ছবি ‘গদর ২’ ঝড়ের মুখে টিকতে না পাড়লেও, এই ছবি যে জওয়ান মুক্তি সপ্তাহে বেশ কিছুটা পিছিয়ে পড়বে সে অনুমান করে নেওয়াই যায়। তাই শেষ বেলায় হল ভরাতে দু’টো কিনলে আরও দু’টো টিকিট ফ্রির অফার দিল এই ছবি। অনুমান করা যায় এই ছুটির দিনও ছবি বক্স অফিসে ভাল আয় করবে এই প্রস্তাবের জন্যে। তবে না, এই প্রস্তাব কেবল এই বুধবারের জন্য নয়। টানা সপ্তাহ ধরেই চলতে থাকবে টিকিট পিছু অফার। ২০০১ সালে তৈরি এক ছবির দ্বিতীয় পর্বই এখন দাপিয়ে বেড়াচ্ছে বক্সঅফিস। অনিল শর্মা পরিচলিত ছবিটি প্রথম দিনে আয় করেছিল ৪০ কোটি টাকা। এই ছবি বর্তমানে ৫০০ কোটি আয় করলেও এই অফারের জন্য যে আরও বেশ কিছুটা অর্থ ঘরে তুলতে পারবে, তা নিশ্চিত বলা যেতেই পারে।
