Gauahar Khan: ৪০ ছুঁইছুঁই, প্রথম বার মা হলেন গওহর খান, ছেলে হল নাকি মেয়ে?

Gauahar Khan: মা হতে চলেছেন, এই সুখবর দিয়েছিলেন মাস কয়েক আগেই। এবার গওহর খান জানালেন সংসারে সদস্য সংখ্যা বেড়েছে তাঁর। গত ১০ মে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

Gauahar Khan: ৪০ ছুঁইছুঁই, প্রথম বার মা হলেন গওহর খান, ছেলে হল নাকি মেয়ে?
জইদ ও গওহর।
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2023 | 12:45 PM

মা হতে চলেছেন, এই সুখবর দিয়েছিলেন মাস কয়েক আগেই। এবার গওহর খান জানালেন সংসারে সদস্য সংখ্যা বেড়েছে তাঁর। গত ১০ মে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলে হল নাকি মেয়ে– এই নিয়েই যখন তাঁর ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন পুত্রসন্তান হয়েছে তাঁর। সুখবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও করেছেন তিনি। গওহর লিখেছেন, “আমাদের ছেলে হয়েছে। এই সুন্দর পৃথিবীতে আমাদের খুশি থাকার কারণের আগমন হয়েছে। ১০ মে সে পৃথিবীতে এসেছে। আমাদের বোঝাতে এসেছে খুশির প্রকৃত অর্থ কী? সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বাবা-মা জইদ ও গওহরের তরফে সবাইকে অনেক অনেক ভালবাসা।” গওহর এই খবর দেওয়ার পর থেকেই তাঁর ইনস্টাগ্রাম প্লাবিত হয়েছে শুভেচ্ছা বার্তায়। অনুষ্কা শর্মা থেকে শুরু করে বিক্রান্ত মেসি, অনিতা হাসনন্দিনী, মাহি ভিজ… সকলেই শুভেচ্ছা জানিয়েছে নতুন বাবা-মা’কে।

গত মাসেই গওহরের জন্য জইদ ও তাঁর পরিবার আয়োজন করেছিলেন সাধের অনুষ্ঠানের। শিফন পোশাকে নিজেকে সাজিয়েছিলেন গওহর। গোলাপি-নীল কাপকেকে ভরে উঠেছিল খাবারের টেবিল। গত ২০২০-র ডিসেম্বরের নিকাহ করেন দুজনে। জইদ সম্পর্কে সুরকার ইসমাইল দরবারের ছেলে। বয়সে গওহরের থেকে প্রায় দশ বছরের ছোট জইদ । সে নিয়ে কম কথা শুনতে হয়নি তাঁদের। যদিও বয়স তাঁদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি কখনও। বরং আরও মজবুত হয়েছে সম্পর্ক। জইদ-গওহরের বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং মনীশ মলহোত্রর মতো বলিস্টারেরা।

View this post on Instagram

A post shared by Gauahar Khan (@gauaharkhan)