সাধারণ থেকে অসাধারণের যাত্রা করেছেন শাহরুখ ‘কিং’ খান। তাঁর উত্থানের প্রতিটি ধাপ দেখেছেন দর্শক। গডফাদারহীন অবস্থা থেকে নিজেই হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা। হয়ে উঠেছেন বলিউডের বাদশা। সাফল্যের এমন সিংহাসনে বসেছেন, যেখান থেকে তাঁকে কেউই হটাতে পারবে না। আর এই যাত্রায় তিনি সবসময় পাশে পেয়েছেন তাঁর প্রেয়সী, তথা স্ত্রী গৌরী খানকে। কিন্তু গৌরীই একবার বলেছিলেন, যে তিনি শুরুতে ভেবেছিলেন শাহরুখকে একটা-দুটো ছবির পর বাদ দেবে ইন্ডাস্ট্রি।
১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যে আত্মপ্রকাশ শাহরুখের। ১৯৯১ সালে বলি ডেবিউ করেন ‘দিওয়ানা’ ছবির হাত ধরে। এত ছবিতে রোম্যান্টিক হিরোর চরিত্রে কাজ করেছেন, যে তাঁকে সকলে ডাকতে শুরু করেন ‘রোম্যান্সের রাজা’ নামে। এখনও শ’য়ে শ’য়ে মহিলার হৃদয়ে রাজ করেন শাহরুখ।
একবার সিমি গারেওয়ালের শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন শাহরুখ-গৌরী। সেসময় আরিয়ানের জন্ম হয়েছে সবে। সেখানেই শাহরুখের সম্পর্কে গৌরী বলেছিলেন, “শুরুতে আমার মনে হয়েছিল শাহরুখকে একটা-দুটো ছবির পর আর রাখবে না বলিউড ইন্ডাস্ট্রি। আমি বুঝতেই পারিনি কীভাবে শাহরুখ এতগুলো বছর থেকে গেল ইন্ডাস্ট্রিতে। সবকিছু খুব তাড়াতাড়ি হয়েছে। শাহরুখও এই ইন্ডাস্ট্রির একটা বড় অংশ হয়ে উঠেছে।”
অক্টোবর মাসটা খান পরিবারের কাছে ভাল কাটেনি। মাদক-কাণ্ডে ফেঁসে জেলে যেতে হয়েছিল তাঁদের জ্যেষ্ঠ পুত্র আরিয়ানকে। অনেক চেষ্টার পর ছাড়া পেয়েছেন আরিয়ান। মুম্বই হাই কোর্ট জামিনে মুক্ত করেছে তাঁকে। সেই সময় কম কাটাছেঁড়া হয়নি শাহরুখকে নিয়ে। আরিয়ান বাড়ি ফেরার পর মন্নতে শাহরুখের জন্মদিন ও দিওয়ালি কোনওটাই এবার পালন করা হয়নি।
আরও পড়ুন: Soumitra-Shiboprasad: কবে মুক্তি পাবে ‘বেলাশুরু’? জানালেন পরিচালক শিবপ্রসাদ, ভাসলেন নস্ট্যালজিয়ায়