সদ্য দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন অভিনেত্রী গীতা বসরা। তাঁর এবং ক্রিকেটার হরভজন সিংয়ের ঘরে এসেছে পুত্র সন্তান। সে খবর আগেই জানিয়েছিলেন হরভজন। এ বার গীতাও শেয়ার করলেন একটি স্পেশ্যাল ভিডিয়ো।
গীতার শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বেবি কট। তার মধ্যে বালিশ এবং টেডি বিয়ার দিয়ে সাজনো। রয়েছে একটি বেলুনও। সদ্যোজাতকে এ ভাবেই স্বাগত জানালেন গীতা।
ছেলের জন্মের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় হরভজন লিখেছিলেন, ‘আমাদের হাত ধরার জন্য নতুন ছোট্ট হাত এসে গিয়েছে। অসাধারণ উপহার। খুব স্পেশ্যাল। আমাদের জীবন সম্পূর্ণ হল। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের সুস্থ পুত্র সন্তান আশীর্বাদ হিসেবে দেওয়ার জন্য। গীতা এবং শিশু দুজনেই ভাল আছে। আমরা আনন্দে অভিভূত। আমাদের সকল শুভাকাঙ্খীকে তাঁদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’
প্রেগন্যান্সির আগে থেকেই যোগার মাধ্যমে নিজেকে সুস্থ রেখেছিলেন গীতা। শুধু প্রেগন্যান্ট মহিলারাই নন। প্রত্যেকেরই যোগার মাধ্যমে নিজেকে সুস্থ রাখা উচিত বলে মনে করেন তিনি। তবে একটা বিষয়ে বারবার সতর্ক করেছেন। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া যোগা করা বিপদজনক। তা মনে করিয়ে দিয়েছেন গীতা। কিছুদিন আগে ভার্চুয়ালি বন্ধুদের উপস্থিতিতে বেবি শাওয়ার এনজয় করেছিলেন তিনি।
ইমরান হাশমির বিপরীতে ‘দিল দিয়া হ্যায়’ এবং ‘দ্য ট্রেন’-এর মাধ্যমে হিন্দি ফিল্ম জগতে আত্মপ্রকাশ করেছিলেন গীতা। পরে একটি মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছিল তাঁকে। গীতার জন্ম এবং বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার শহরে । কম বয়সেই তিনি অভিনয়ের জন্য স্বপ্নের শহর মুম্বইয়ে চলে এসেছিলেন। নিজেকে মাধুরী দীক্ষিতের অনুরাগী বলে দাবি করেন। মাধুরীর মতোই নাচ তাঁর প্যাশন। প্রায় তিন বছর ডেট করার পর ২০১৫ সালে হরভজনের সঙ্গে এবং গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী গীতা বসরা। ২০১৬ সালে প্রথম কন্যা সন্তান হিনায়ার জন্ম। ৩৭ বছর বয়সে ফিল্ম জগৎ থেকে সাময়িক ভাবে সরে আসেন গীতা। আপাতত প্রায়োরিটি সন্তান। ছেলে কিছুটা বড় হলে ফের কাজে ফিরতে পারেন তিনি।
আরও পড়ুন, ‘বিচারককে প্রতিযোগীদের প্রশংসা করতে বললে ক্ষতি কী?’ বিস্ফোরক রাহুল বৈদ্য