আমাদের সকলের জীবনেই ডিপ্রেশন আসে। মন খারাপ হয় সেলেবদেরও। সাফল্য ও গ্ল্যামারের চাকচিক্য তাঁদেরও সব সময় ভুলিয়ে রাখতে পারে না। তাই আমাদের মতো তাঁদেরও মন খারাপ হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মন খারাপের কথা শেয়ার করলেন অভিনেত্রী গুল পানাগ। খারাপ দিনের একটি ছবির সঙ্গে লম্বা পোস্ট করে গুল জানিয়েছেন কীভাবে মন খারাপ মোকাবিলা করেন তিনি।
একটি নো ফিল্টার, নো মেকআপ লুকের ছবি পোস্ট করেছেন গুল। সেই সঙ্গে দিয়েছেন লম্বা পোস্ট। জানিয়েছেন, তাঁকেও খারাপ দিনের সম্মুখীন হতে হয়। এবং সেটি কোনও মতেই সুখকর নয়। বরং হতাশায় পরিপূর্ণ। কিন্তু তিনি বারবারই গোটা বিষয়টিকে স্বাভাবিক করার চেষ্টা করেন। পোস্টে গুল বলেছেন, “আমার মন খারাপ হলে আমি ঘরের মধ্যে চলে যাই। হাপুশ নয়নে কাঁদি। ছোট-বড় যাই হোক, আমাদের সকলের জীবনেই কোনও না কোনও সাফল্য আছে। সেই সঙ্গে আছে হতাশা, হেরে যাওয়ার মতো ঘটনাও। বারবার মনে হয়, এটাই আমাদের জীবনের ইতি। আর এগোনোই যাবে না।”
এর পর গুল সেই খারাপ লাগাগুলো থেকে বেরিয়ে আসার উপায়ও বলেছেন, “বহু বছর ধরে মন খারাপ থেকে বেরিয়ে আসার পথ খুঁজেছি। একটি দৌড়নো। কিন্তু সেটা ওয়ার্ক আউট নয়। মনের আনন্দে দৌড়নো। দ্বিতীয়টি, থেমে যাওয়া। পাঁচটি বিষয় বেছে নিয়েছি, যার জন্য আমি কৃতজ্ঞ।”
কিন্তু হঠাৎ কেন এমন পোস্ট করলেন গুল। তাঁর উত্তরে তিনি লিখেছেন, “আপনারা আমাকে এত ভালবাসা দিয়েছেন। আমাকে সবসময় এত সুন্দর কথা বলেছেন। আমাকে বলেছেন, আমি আপনাদের অনুপ্রাণিত করি। তাই আমি আপনাদের বলতে চাই, জীবন মানে কেবলই লক্ষ্যের দিকে পৌঁছনো নয়। আমিও আমার সবক’টি লক্ষ্যে পৌঁছতে পারিনি। কেউ পারে না।”
আরও পড়ুন: ‘শ্রীময়ী’র আদলে তৈরি ‘অনুপমা’ ধারাবাহিকে শীঘ্রই আসছে রোহিত সেনের চরিত্র