‘অন্য দিকে তোমার সঙ্গে দেখা হবে’, বাবার মৃত্যুতে হনসলের শ্রদ্ধার্ঘ্য

স্বরলিপি ভট্টাচার্য |

Jun 02, 2021 | 8:27 PM

ফারহান আখতার, মনোজ বাজপেয়ী, আলি ফজল, পূজা ভাটের মতো শিল্পীরা দীপকের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকবার্তা পাঠিয়েছেন। পাশাপাশি এই কঠিন সময়ে হনসলের পাশে থাকার কথাও বলেছেন।

‘অন্য দিকে তোমার সঙ্গে দেখা হবে’, বাবার মৃত্যুতে হনসলের শ্রদ্ধার্ঘ্য
বাবার সঙ্গে হনসল। ছবি: টুইটার থেকে গৃহীত।

Follow Us

হনসল মেহেতার পিতৃবিয়োগ। বিখ্যাত পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজন হনসল বাবা দীপক সুবোধ মেহেতাকে হারালেন। বাবার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

হনসল লিখেছেন, ‘… অন্য দিকে তোমার সঙ্গে দেখা হবে বাবা। পৃথিবীর সবথেকে সুপুরুষ। আমার দেখা সবচেয়ে উদার এবং ভদ্র মানুষ। শর্তহীন ভালবাসার জন্য ধন্যবাদ। আমার কিংবদন্তী, আমার নায়ক।’

ফারহান আখতার, মনোজ বাজপেয়ী, আলি ফজল, পূজা ভাটের মতো শিল্পীরা দীপকের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকবার্তা পাঠিয়েছেন। পাশাপাশি এই কঠিন সময়ে হনসলের পাশে থাকার কথাও বলেছেন।

‘সিটি লাইটস’, ‘বোস: ডেড/ অ্যালাইভ’, ‘স্ক্যাম ১৯৯২’-এর মতো ব্লকব্লাস্টার ছবির মাস্টারমাইন্ড হনসল। মে মাসের শুরুর দিকেই তাঁর পরিবারের ছ’জন সদস্য করোনা আক্রান্ত হন। তাঁর ছেলের অবস্থা সঙ্কটজনক ছিল। সে সময় অক্সিজেন, ওষুধ, বেডের প্রয়োজনে সব রকম সহযোগিতা করার জন্য মহারাষ্ট্র সরকার এবং বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। আপাতত হনসের হাতে রয়েছে ‘স্ক্যাম ২০০৩’-এর কাজ।

আরও পড়ুন, দুঃখ ভুলতে লিপস্টিক, নিজেকে ভালবাসার বার্তা স্বস্তিকার

Next Article