Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুঃখ ভুলতে লিপস্টিক, নিজেকে ভালবাসার বার্তা স্বস্তিকার

লকডাউন চলছে। শুটিং বন্ধ। বাড়িতেই রয়েছেন তিনি। কিন্তু তাও লিপস্টিকের সাজ। এ যেন মন খারাপের ওষুধ।

দুঃখ ভুলতে লিপস্টিক, নিজেকে ভালবাসার বার্তা স্বস্তিকার
স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Jun 02, 2021 | 8:05 PM

লাল লিপস্টিক। পাকা চুল ঢাকার কোনও চেষ্টাই করেননি। বরং সেটাই তাঁর সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছে। নো মেকআপ লুক। ঠিক এ ভাবেই নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নিজেকে ভালবাসার বার্তা দিলেন তিনি।

লকডাউন চলছে। শুটিং বন্ধ। বাড়িতেই রয়েছেন তিনি। কিন্তু তাও লিপস্টিকের সাজ। এ যেন মন খারাপের ওষুধ। নিজেকে একটু সাজিয়ে নিয়ে এই অসহায় সময়েও ভাল থাকার চেষ্টা। নিজেকে ভালবাসা।

স্বস্তিকা লিখেছেন, ‘কত বছর পরে লিপস্টিক পরলাম। হ্যাঁ, সত্যিই মনে হচ্ছে মাঝে কত বছর চলে গিয়েছে। আমরা বন্দি হয়ে আছি। উদ্বেগ সঙ্গী। কোথাও যাওয়ার নেই। তাও লিপস্টিক পরলাম। হয়তো দুঃখ ভুলতে…।’

চুলের সাজের বিষয়ে স্বস্তিকার মনে হয়েছে, যেটা স্বাভাবিক সেটা রেখে দেওয়াই ভাল। ‘বি ইওরসেল্ফ’, ‘লভ ইওরসেল্ফ’, ‘সেল্ফ লভ’- এ সব শব্দ হ্যাশট্যাগে ব্যবহার করেছেন তিনি। নিজের সঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্তের সাক্ষী করেছেন অনুরাগীদেরও।

এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে নিজের সাধ্যমতো থাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জরুরি ফোন নম্বর যাচাই করে শেয়ার করেছেন। কারও অক্সিজেন প্রয়োজন, কারও খাবার, সে সব জরুরি তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

আরও পড়ুন, ইন্ডিয়ান আইডল বিতর্কে অমিতের সমর্থনে বিস্ফোরক মন্তব্য সোনুর