Aishwarya-Abhishek Divorce: ‘ডিভোর্সের প্রস্তুতি তুঙ্গে’, বউমা ঐশ্বর্যর মাথা থেকে আশীর্বাদের হাত তুলে নিলেন অমিতাভ

Aishwarya-Abhishek Marriage Rift: ঐশ্বর্যর সঙ্গে তাঁর শ্বশুরবাড়িকে ঘিরে তিক্ততার গুঞ্জন আরও জোরালো হয়েছে সম্প্রতি। এবং সেই জল্পনার যজ্ঞে ঘি ঢেলে দিয়েছেন অমিতাভ বচ্চন স্বয়ং। তিনি নাকি সদ্য বউমা ঐশ্বর্যকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।সেলেব্রিটিদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে প্রথমেই শুরু হয়ে একে-অন্যকে আনফলো করা। এ ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি।

Aishwarya-Abhishek Divorce: ডিভোর্সের প্রস্তুতি তুঙ্গে, বউমা ঐশ্বর্যর মাথা থেকে আশীর্বাদের হাত তুলে নিলেন অমিতাভ
v

| Edited By: Sneha Sengupta

Dec 08, 2023 | 5:14 PM

৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে জ়োয়া আখতার পরিচালিত ছবি ‘দ্যা আর্চিজ়’। ছবিতে ডেবিউ করেছেন অমিতাভ বচ্চনের মেয়ের ঘরের সন্তান, অর্থাৎ তাঁর নাতি অগস্ত্য নন্দা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘দ্যা আর্চিজ়’। মুম্বইয়ে ছবির প্রিমিয়ার হয়েছে ঘটা করে। সেই প্রিমিয়ারে অংশগ্রহণ করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এবং গিয়েছিলেন তাঁর শ্বশুরবাড়ির সক্কলে। অবাক করা কাণ্ড, অনুষ্ঠানে মেয়ে আরাধ্যা এবং স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের দিকে ফিরেও তাকাননি অভিষেক। ঐশ্বর্যও পাত্তা দেননি তাঁর স্বামীকে। তাঁর দিকে ফিরেও তাকাননি এবারের জন্যেও। বিষয়টি সক্কলের নজরে এসেছে এবং এই নিয়ে কানাঘুষো চলছে।

এই ঘটনা ঘটার পর ঐশ্বর্যর সঙ্গে তাঁর শ্বশুরবাড়িকে ঘিরে তিক্ততার গুঞ্জন আরও জোরালো হয়েছে। এবং সেই জল্পনার যজ্ঞে ঘি ঢেলে দিয়েছেন অমিতাভ বচ্চন স্বয়ং। তিনি নাকি সদ্য বউমা ঐশ্বর্যকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন (সেলেব্রিটিদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে প্রথমেই শুরু হয়ে একে-অন্যকে আনফলো করা। এ ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি।)

সত্যিই কি তাই? নেটিজ়েনদের একাংশ বলছেন, অভিষেকের সঙ্গে ঐশ্বর্যর দাম্পত্যের সমস্যার কারণেই নাকি এমনটা করেছেন অমিতাভ। ইদানিং বচ্চন পরিবার ত্যাগ করে মেয়ে আরাধ্যাকে নিয়ে মা বৃন্দা রাইয়ের সঙ্গে তাঁর বাপের বাড়িতেই থাকছেন ঐশ্বর্য। তিনি বচ্চনদের ঘর ছেড়েছেন। ফলে তাঁকেও নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বাদ দিয়েছেন শ্বশুরমশাই অমিতাভ। নেটিজ়েনদের অন্য একটি অংশ বলছে, অমিতাভের ইনস্টাগ্রাম সেটিং অন্যরকম। তিনি ‘প্রাইভেট’ করে রেখেছেন অনেককিছু। যেমন, তিনি কাকে ফলো করেন, সেটা কাউকে জানতে দেন না। ফলে…

এদিকে নেটিজ়েনরা বলছেন, অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্সের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তাই শ্বশুরমশাই তাঁর আশীর্বাদের হাত অ্যাশের মাথা থেকে সরিয়ে নিয়েছেন। কোনটা যে সত্যি, তা একমাত্র জানেন ঐশ্বর্য, বচ্চন পরিবার এবং ঈশ্বর…।