Ranbir Kapoor: গোপন কথা এবার নিজেই সামনে আনলেন রণবীর কাপুর

Ranbir Kapoor: ‘শামশেরা’ ছাড়াও, রণবীর কাপুর  আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি এবং মৌনি রায়ের সঙ্গে স্ক্রিন  ভাগ করবেন 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। এই ছবিও মুক্তির অপেক্ষায়।

Ranbir Kapoor: গোপন কথা এবার নিজেই সামনে আনলেন রণবীর কাপুর
রণবীর কাপুর

| Edited By: Mahuya Dutta

Jul 16, 2022 | 3:45 PM

রণবীর কাপুর (Ranbir Kapoor) বরাবরই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। এই নিয়ে বহুবার তাঁকে প্রশ্ন করা হয়। কিন্তু তাঁর মতে, বিনা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও তিনি দিব্য আছেন। এই মুহূর্তে রণবীর তাঁর আসন্ন ছবি ‘শামশেরা’র প্রচারে ব্যস্ত। এতদিনে এই ছবির প্রচারে তিনি প্রথমবার স্বীকার করলেন তাঁর একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এবং সেটি গোপনে ব্যবহার করেন যাঁদের তিনি দেখতে চান। এক সাক্ষাৎকারে ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা ভাগ করেছেন যে, “একটি প্রশ্ন যা সবাই আমাকে গত ৮ বছর ধরে জিজ্ঞেসা করে আসছেন সকলে তা হল আমি কখনও সোশ্যাল মিডিয়ায় আসব কি না। আমি নিজেই এবার নতুন একটি উত্তর নিয়ে এসেছি কারণ শুধুমাত্র এই প্রশ্ন এড়াতে”। এখানেই থামেননি তিনি, আরও যোগ করেছেন, “হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়াতে আছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে এমনভাবে নয় যে লোকেরা আমাকে এবং আমার কোনও কিছু অনুসরণ করতে পারে”।

এর আগেও রণবীর শেয়ার করেছিলেন যে তাঁর বেনামী ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তবে কোনও ফলোয়ার বা পোস্ট নেই। তাঁর মতে, তিনি তাঁর অ্যাকাউন্টটি সর্বজনীন করতেই পারেন, কিন্তু “সোশ্যাল মিডিয়া ছাড়াই দিব্য আছি।” রণবীর আরও বলেন, “দেখুন ব্যাপারটা হল আমি পোস্ট করি না এবং আমার কোনও ফলোয়ারও নেই। তো, লাভ কি?” তাহলে কেন রয়েছে অ্যাকাউন্ট? তাঁর দাবি অ্যাকাউন্ট থাকার একমাত্র কারণ হল যাতে তিনি পছন্দ মতো নির্দিষ্ট কিছু অ্যাকাউন্ট অনুসরণ করতে পারেন। ‘শামশেরা’ অভিনেতা আরও যোগ করেছেন, “কিন্তু তা ছাড়া আমার আর কিছুই নেই। সুতরাং, কোনও লাভ নেই।” বার বার সকলের প্রশ্নের জন্যই কী তিনি তাঁর ফেক অ্যাকাউন্টের কথা বললেন, না সত্যিই রয়েছে তা অবশ্য কেবলমাত্র তিনিই জানেন।

‘শামশেরা’ ছাড়াও, রণবীর কাপুর  আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি এবং মৌনি রায়ের সঙ্গে স্ক্রিন  ভাগ করবেন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এই ছবিও মুক্তির অপেক্ষায়। শ্রদ্ধা কাপুরের সঙ্গে লাভ রঞ্জনের নাম না ঠিক হওয়া রোমান্টিক ছবিতেও কাজ করছেন তিনি। অনিল কাপুর এবং রশ্মিকা মনদানার সঙ্গেও তাঁকে দেখা যাবে সন্দীপ রেড্ডির ‘অ্যানিমেল’ ছবিতে।