রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন দীপিকা পাড়ুকোন। তা নিজ মুখেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। ‘কফি উইথ করণ’-এর সিজ়ন ৮-এর প্রথম এপিসোডে স্বামী-অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে এসেছিলেন দীপিকা। এবং এসেই জানিয়েছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনের কিছু গোপন কথা।
বলেছিলেন যে, রণবীরের সঙ্গে ডেট করার সময় তিনি অন্য পুরুষের সঙ্গেও ডেট করতেন এবং বারবারই তিনি রণবীরের কাছেই ফিরে আসতেন। দীপিকার এই খোলা মনের কথা শুনে অনেকেই অবাক হয়েছিলেন। তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। মিম এবং ট্রোলের ছড়াছড়ি হয়েছিল। এই ঘটনার পর অনেকদিন চুপ ছিলেন দীপিকা। কিন্তু এবার তিনি মুখ খুলেছেন।
দীপিকা বলেছেন, “কোনও কিছুকে যদি আমি বিশ্বাস করে বলে থাকি, দ্বিতীয়বার চিন্তা করি না। আমি এই মানুষটাই তৈরি হয়েছি এত্তগুলো বছরে। এবং আমি সত্যি বলতে ভয় পাই না। নিজের ভুল স্বীকার করতে ভয় পাই না। আমি সরি বলতেও ভয় পাই না। আমার যদি কোনও বিষয়ে ভিন্ন মতামত থেকে থাকে, তা হলে সেটা বলতে পিছপা হই না।”