অ্যাকশন ছবির আইকন জঁ ক্লড ভ্যান ড্যামির সঙ্গে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়ের একটি ছবি দেখে মন্তব্য করেছিলেন গায়ক মিকা সিং। তিনি বলেছিলেন, “জঁ সুকেশের চেয়ে তুলনায় অনেক ভাল।” স্বাভাবিক ভাবেই জ্য়াকলিনের সঙ্গে নাম জড়িয়ে আছে একজন সুকেশেরই। সে সুকেশ চন্দ্রশেখর। যার বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা চলছে।
সুকেশকে নাকি মন-প্রাণ দিয়ে বসেছিলেন জ্যাকলিন। তাঁদের নাকি বিয়েও হওয়ার কথা ছিল। কিন্তু তেমনটা হয়নি। সুকেশ জড়িয়ে যায় আর্থিক জালিয়াতিতে। এবং সেই মামলায় জড়িয়ে যায় জ্যাকলিনের নাম। সুকেশের লোক ঠকানো পয়সা দিয়ে কেনা নানা মূল্যবান জিনিস বাজেয়াপ্ত করা হয় জ্যাকলিনের থেকে। অতিরিক্ত চার্জশিটে নাম ওঠে তাঁর। কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয় জ্যাকলিনের। বড় প্রযোজনা সংস্থাগুলি থেকে বাদ যেতে শুরু করেন জ্যাকলিন।
এবার ফের ধীরে-ধীরে কাজের গতি ফিরেছে জ্যাকলিনের। ওয়েলকাম টু জঙ্গল, হাউজ়ফুল ৫-এর মতো ছবিতে তাঁকে কাস্ট করতে শুরু করেছেন নির্মাতারা। তার মাঝেই ধেয়ে আসে মিকার এই মন্তব্য। যা দেখে অনেকেই তুলোধনা করতে শুরু করে জ্যাকলিনকে। তাঁকে বাধ্য হয়ে মন্তব্য মুছেও ফেলতে হয়েছে।