Bollywood Actresses: আলিয়া-প্রিয়াঙ্কা নয়, বলিউডে সবচেয়ে বেশি ‘ইনকাম ট্যাক্স’ দেন কোন নায়িকা?
Bollywood Actresses: আয়কর ফাঁকি দেওয়ার কাহিনী বলিউডে অনেক রয়েছে, একই সঙ্গে রয়েছে আয়কর ঠিক সময়ে জমা দেওয়ার মতো উদাহরণ। সে নিয়ে ছবির সংখ্যাও অগুণতি।
আয়কর ফাঁকি দেওয়ার কাহিনী বলিউডে অনেক রয়েছে, একই সঙ্গে রয়েছে আয়কর ঠিক সময়ে জমা দেওয়ার মতো উদাহরণ। সে নিয়ে ছবির সংখ্যাও অগুণতি। নায়ক-নায়িকারা যে অর্থ উপার্জন করেন, প্রতি বছর তাঁদের বেশ ভাল অঙ্কের টাকা আয়কর বিভাগকে দিতে হয় নিয়ম মেনে। বলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে রয়েছে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ…। এঁদের মধ্যে সবাইকে আয়করের আওতাবদ্ধ। তবে জানেন কি, এই চার জন্যের ভিতরে সবচেয়ে বেশি কর কোন অভিনেত্রীকে দিতে হয়েছে বিগত বছরে? বলিউডের বিভিন্ন সূত্র বলছে, তিনি আর কেউ নন দীপিকা পাড়ুকোন, বলিউডের সেনসেশনাল নায়িকা। গত বছর ভারতের সবচেয়ে বেশি করদাতাদের মধ্যে তিনিই একমাত্র অভিনেত্রী যিনি তালিকায় জায়গা পেয়েছেন। ‘ফোরবস ইন্ডিয়া’র এক প্রতিবেদন জানাচ্ছে ২০১৯ সালে প্রায় ৪৮ কোটি টাকা রোজগার করেছিলেন দীপিকা। রোহিত শর্মার মতো নামজাদা পরিচালকের আয়ও তাঁর কাছে হয়ে পড়ে ফিকে। এই মুহূর্তে দীপিকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এও শোনা যাচ্ছে, বিগত বেশ কিছু বছর ধরে নাকি বার্ষিক ১০ কোটি টাকা তিনি শুধু আয়কর বাবদই খরচ করে থাকেন। যদিও দীপিকা এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কোনওদিন।
এই বছরটা বেশ ভালই যাচ্ছে দীপিকার। শুরুতেই মুক্তি পেয়েছিল শাহরুখ খানের সঙ্গে তাঁর অভিনীত ছবি ‘পাঠান’। ওই ছবি সুপারহিট হয়। এ ছাড়াও প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ থেকে শুরু করে হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ ছবি মুক্তির অপেক্ষায়। সব মিলিয়ে চলতি বছরেও উপার্জন যে ভালই হচ্ছে তাঁর, সে প্রমাণও মিলছে বারংবার।