Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টুপি আর মাইক রয়েছে স্টেজে! হিমেশের কণ্ঠে আসছে ‘সুরুর ২০২১’

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হিমেশের প্রথম স্টুডিয়ো অ্যালবাম ‘আপ কা সুরুর’  ৫৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।

টুপি আর মাইক রয়েছে স্টেজে! হিমেশের কণ্ঠে আসছে 'সুরুর ২০২১'
হিমেশ।
Follow Us:
| Updated on: Jun 06, 2021 | 6:41 PM

তিনি নাকি হিট মেশিন। একের পর এক সুপারহিট গানের খেতাব রয়েছে তাঁর কাছে। তিনি আরে কেউ নন হিমেশ রেশমিয়া। নতুন অ্যালবামের টিজার পোস্টার নিয়ে হাজির হিমেশ। ছবিতে রয়েছে তাঁক চিরপরিচিত টুপি এবং মাইক। অ্যালবাম রিলিজের সঙ্গে নিজের মিউজিক লেবেল ’রেশমিয়া মেলোডিজ’ লঞ্চ করতে চলেছেন কিংবদন্তি সুরকার। কিছুদিনের মধ্যে আসতে চলেছে ‘সুরুর ২০২১’-এর প্রথম গান এবং তার লুক।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হিমেশের প্রথম স্টুডিয়ো অ্যালবাম ‘আপ কা সুরুর’  ৫৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। যা মাইকেল জ্যাকসনের অ্যালবাম -এর পর দ্বিতীয় অ্যালবাম যার মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। ‘থ্রিলার’ অ্যালবামটি ৬৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল

আরও পড়ুন কাকদ্বীপে ত্রাণ তুলে দিচ্ছেন ‘বং গাই’, “সাধ্যমতো দাঁড়াব মানুষের পাশে” বললেন কিরণ দত্ত

হিমেশ তাঁর ‘আপ কা সুরুর’ অ্যালবামের মাধ্যমে দীপিকা পাডুকোনকে লঞ্চ করেছিলেন। তাই এবার ‘সুরুর গার্ল’ কে হতে চলেছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম গানের শুটিংটি দুর্দান্ত ভাবে এবং এটি একটি কালজয়ী গান হয়ে থাকবে তা হিমেশ তাঁর আইকনিক ক্যাপ প্রকাশ করে প্রায় বুঝিয়ে দিয়েছেন।

হিমেশ তাঁর শ্রোতাদের শত-শত ব্লকব্লাস্টার গান উপহার দিয়েছেন এবং লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম থেকে আমস্টারডামের হেনিকেন মিউজিক হল সহ সারা বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামগুলিতে লক্ষ-লক্ষ শ্রোতাদের সামনে বহুবার লাইভ পারফর্ম করেছেন। তিনি তাঁর নতুন অ্যালবামের গান নিয়ে উচ্ছ্বসিত এবং শ্রোতাদের চাহিদার কারণে তাঁর আইকনিক টুপিটি বারবার ফিরে আসে। বিশ্বেব্যাপী ভক্তরা হিমেশকে তাঁর ‘ক্যাপ’ অবতারে নতুন গান নিয়ে ফিরে আসার অনুরোধ জানিয়েছেন। ফিরে আসাটা কতটা ইতিবাচক হতে চলেছে তা অবশ্য জানাবে সময়। এখন তারই অপেক্ষা।