AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maternity Issue: তিন নায়িকারই ‘মাতৃত্বকালীন’ পরিস্থিতি, কী হবে ‘জি লে জ়ারা’র ভবিষ্যৎ?

Jee Le Zaraa: ফারহান আখতারের ছবি। ছবির ঘোষণা হয়েছে গত বছর। ছবিতে প্রধান তিন নারী চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ।

Maternity Issue: তিন নায়িকারই 'মাতৃত্বকালীন' পরিস্থিতি, কী হবে 'জি লে জ়ারা'র ভবিষ্যৎ?
'জি লে জ়ারা'...
| Edited By: | Updated on: Aug 26, 2022 | 4:43 PM
Share

গত বছরের কথা। ঘটা করে ঘোষণা হল, ‘দিল চাহতা হ্যায়’ ছবির মোড়কেই তৈরি হবে নারীকেন্দ্রিক ছবি ‘জি লে জ়ারা’। পরিচালক একই – ফারহান আখতার। অনেকটা স্কুটির বিজ্ঞাপনের মতো ‘হোয়াই শুড বয়েজ় হ্যাভ অল দ্য ফান’-এর মতো আরকী! ‘দিল চাহতা হ্যায়’তে অক্ষয় খান্না, সইফ আলি খান ও আমির খান অভিনয় করেছিলেন। বলিউডে ‘দোস্তি’ জঁরে এটি একটি কালজয়ী ছবি। সেই ভাবেই ‘চিকলিট’ জঁরে মহিলা বন্ধুদের নিয়ে ছবি তৈরি করার পরিকল্পনা করেছেন ফারহান। ছবিতে মুখ্য তিন নারী চরিত্রে কাস্ট করেছেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু সেই ছবি নিয়ে কোনও উচ্চবাচ্য নেই এখন। ছবির শুটিং, রিলিজ়… কোনও কিছু নিয়েই কোনও কথা হচ্ছে না।

এর কারণ হিসেবে অবশ্য উঠে এসেছে এক যুক্তি। যে যুক্তির নাম ‘মাতৃত্ব’। আলিয়া ভাট বিয়ে করেছেন এবং তিনি মা হতে চলেছেন। তিনি প্রেগন্যান্ট। প্রিয়াঙ্কা চোপড়া সদ্য মা হয়েছেন। সারোগেসির মাধ্যমে জন্ম নিয়েছে তাঁর কন্যা মালতী। ক্যাটরিনাও বিয়ে করেছেন এবং তাঁর প্রেগন্যান্সি নিয়ে আলোচনা কম হচ্ছে না। যদিও গর্ভধারণ নিয়ে এখনও পর্যন্ত কোনও কথাই বলেননি ক্যাটরিনা।

ছবির তিন নায়িকার তিন ধরনের ‘মাতৃত্ব’কালীন পরিস্থিতি। এমন অবস্থায় সূত্র জানিয়েছে, “আলিয়া ও প্রিয়াঙ্কার জীবনে পরিবর্তন এসেছে। নির্মাতারা তাঁদের দু’জনকেই স্পেস দিতে চাইছেন। তাঁরা যেদিন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেদিনই শুটিং শুরু হবে।”

ছবির তিন প্রধান নারী আলিয়া, ক্যাটরিনা ও প্রিয়াঙ্কার জীবনে ‘রণবীর কাপুর’ যোগ রয়েছে। সেটাও বেশ ইন্টারেস্টিং! আলিয়া রণবীরের স্ত্রী। একটা সময় ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ছিল রণবীরের। তাঁরা লিভ-ইনও করেছেন। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে রণবীরের ‘বরফি’ ছবির অন-স্ক্রিন কেমিস্ট্রি প্রশংসিত হয়েছিল একটা সময়।