Dharmendra Son: ছেলের মৃত্যু দেখতে পারলেন না ধর্মেন্দ্রর স্ত্রী, আর্তনাদ করে বলে উঠলেন…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 08, 2023 | 12:25 PM

Bobby Deol: পুত্রের মৃত্যুর দৃশ্যে শোকে পাথর ধর্মেন্দ্র স্ত্রী প্রকাশ কৌর। কিছুতেই সহ্য করতে পারছেন না ছেলের মৃত্যু। বাড়িতে খুব অশান্তি করেছেন তারকা-জায়া। তাঁকে শান্ত করতে ছুট্টে এসেছিলেন দুই পুত্র সানি এবং ববি। তাতেও শান্ত করা যাচ্ছিল না প্রকাশকে। তোলপাড় পরিস্থিতি। ধর্মেন্দ্রও খুব আঘাত পেয়েছেন। কী হয়েছে পরিবারে?

Dharmendra Son: ছেলের মৃত্যু দেখতে পারলেন না ধর্মেন্দ্রর স্ত্রী, আর্তনাদ করে বলে উঠলেন...
ধর্মেন্দ্র (বাঁ দিকে), সানি দেওলকে আলিঙ্গন তাঁর মায়ের।

Follow Us

সম্প্রতি মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ এবং তাঁর অন্যান্য ছবির মতোই এক ‘আলফা মেল’কে (অতিরিক্ত পৌরুষ) তিনি দেখিয়েছেন পর্দায়। তাতে দুর্দান্ত অভিনয় করেছেন রণবীর কাপুর। রক্তারক্তির দৃশ্যে, নগ্নতার দৃশ্যে প্রকৃত এক শিল্পীকে ফের আবিষ্কার করল বলিউড। সেই ছবিতেই মাত্র ১৫ মিনিটের দৃশ্যে পর্দা কাঁপিয়েছেন ধর্মেন্দ্র কনিষ্ঠ-পুত্র ববি দেওল।

দেওলের দুই পুত্র–সানি এবং ববির বাজার ভাল। ‘গদর ২’ ছবিতে অভিনয় করার পর ফের বাজার দর বেড়েছে সানি দেওলের। পরপর ছবির অফার পাচ্ছেন তিনি (আমির খানের প্রযোজনায় ‘১৯৪৭ লাহোর’ এবং রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবিতে হনুমানের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি)। মঙ্গলবার মদ্যপ এবং অপ্রকৃতস্থ হয়ে মুম্বইয়ের জুহুতে ঘুরে বেড়াতেও দেখা যায় তাঁকে। নিন্দুকেরা কটাক্ষ করলেও অনুরাগীরা সকলের ভুল ভাঙিয়ে বলেছিলেন, সে সময় ‘সফর’ ছবির একটি দৃশ্যে অভিনয় করছিলেন তিনি। সেই ছবিরই দৃশ্য সেটি। ববিও দারুণ পারফর্ম করে মার্কেটে নিজের জায়গা শক্তপোক্ত করে তুলেছেন। ‘আশ্রম’ ওয়েব সিরিজ়ে ‘শয়তানি’ করেছেন এবং ‘অ্যানিম্যাল’-এও তিনি ছিলেন খলনায়কের চরিত্রে।

এই প্রথম নির্বাক ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ববি। ছবিতে তাঁর কোনও সংলাপ ছিল না। রণবীর কাপুরের সঙ্গে মারামারি করেছেন এবং শেষে তাঁর মৃত্যুও ঘটেছে। ছেলে মুখে রক্ত তুলে মরে যাচ্ছে, এই দৃশ্য ববির মা ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌর দেখেছেন এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। রীতিমতো অবসাদে চলে গিয়েছেন তারকা-মাতা। ববিকে ডেকেছিলেন তিনি। তাঁকে ধমক দিয়েছেন পরিবারের সক্কলের সামনে। বলেছেন, “আর যেন না দেখি ববি। তুমি মরে যাচ্ছ, আর সেই দৃশ্য মা হয়ে আমি দেখব, সেটা যেন আর না হয় কোনওদিন।”

তারপর মাকে শান্ত ভাবে বুঝিয়েছেন ববি। বলেছেন, “মা এরকম কেন করছ। ওটা তো ছবি আর ওটা আমার অভিনয়। বাস্তব নয়। বাস্তবে এই দেখো, আমি তোমার সামনেই বসে আছি…” কিন্তু মায়ের মন কি মানতে চায়!

Next Article