বলিউডের অন্যতম সফল জুটির একটি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখের (বিয়ের আগে ছিলেন জেনেলিয়া ডিসুজ়া)। ২০১২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের পরপরই তাঁদের দুই পুত্রের জন্ম হয়। বড় ছেলে রিয়ানের জন্ম হয় ২০১৪ সালে। রাহিল জন্মায় ২০১৬ সালে। ফের নাকি সন্তানের জন্ম দিতে চলেছে এই তারকা দম্পতি। তেমনটাই রটেছে বাতাসে।
একটি অনুষ্ঠানে জনসমক্ষে এসেছিলেন জেনেলিয়া-রিতেশ। জেনেলিয়াকে দেখে নাকি মনে হচ্ছিল তিনি অন্তঃসত্ত্বা। এমনটা অনেক তারকার ক্ষেত্রেই মনে করা হয়। তাঁদের যদি পেট ফুলে থাকে, কিংবা পোশাক ঢিলেঢালা হয়, ধরেই নেওয়া হয় খুশির খবর আছে। সেরকমই জেনেলিয়াকে নিয়েও একই ধরনের অনুমান করে ফেলেছেন নেটিজেনরা। তার উপর সেই অনুষ্ঠানে বারবার পেটে হাত দিচ্ছিলেন জেনেলিয়া। যে কারণে রটনা আরও জোরালো হয়। সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয় শুভেচ্ছাবার্তায়। সাধারণত এই ধরনের রটনায় কর্ণপাত করেন না তারকারা। কিন্তু স্ত্রীর তৃতীয় সন্তানের রটনায় চুপ থাকতে পারেননি রিতেশ। দিয়েছেন জবাব। তাতে প্রকাশ পেয়েছে তাঁর রসিক মনের পরিচয়ও।
জেনেলিয়ার সন্তানধারণের মিথ্যে রটনাকে এক কথাতেই উড়িয়ে দিয়ে জল্পনার অবসান ঘটাতে পারতেন তাঁর স্বামী। কিন্তু রিতেশ তা করেননি। খানিক রসিকতা করেছে। পোস্টে তিনি লিখেছেন, “আরও ২-৩টে সন্তান হলে আমার খারাপ লাগবে না। কিন্তু দুঃখের বিষয় এই রটনা সত্যি নয়।”
৩৬ বছর বয়সি জেনেলিয়া একটা সময় একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন প্রচুর। কাজ করেছেন হিন্দি, তেলুগু, তামিল ছবিতেও। হিন্দি ভাষায় তৈরি ‘জানে তু ইয়া জানে না’ ছবির ‘অদিতি’ চরিত্রটি তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল একটা সময়। বিয়ের পর সিনেমা থেকে স্বেচ্ছায় বিরতি নিয়েছিলেন জেনেলিয়া। তার ১০ বছর পর ২০২২ সালে স্বামীর পরিচালনাতেই ‘বেদ’ ছবিতে অভিনয় করে ফের প্রশংসার কেন্দ্রে আসেন জেনেলিয়া।
অন্যদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাশরাও দেশমুখের পুত্র রিতেশ বারবারই অভিনেতা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন দর্শকের সামনে। অন্য ধারার বাণিজ্যিক ছবিতে কাজ করেছেন তিনি।