দীপাবলির দিন মুক্তি পেয়েছে সলমন খানের ছবি ‘টাইগার থ্রি’। সেই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন তাঁর প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এর আগে যশরাজ ফিল্মসের ‘টাইগার’ ফ্রাঞ্চাইজ়ির দুটি ছবিতেই অভিনয় করেছিলেন ক্যাটরিনা। সেই সময় তাঁর সঙ্গে সম্পর্ক ছিল না ক্যাটরিনা ভিকি কৌশলের। বরং সম্পর্কের গুঞ্জন শোনা যেত সলমনের সঙ্গেই। ‘টাইগার থ্রি’ যখন মুক্তি পায়, সেই সময় ভিকি ছিলেন ক্যাটরিনার স্বামী।
কেবল তাই নয়, ভিকির সঙ্গে ক্যাটরিনার যখন বিয়ে, তখনও ‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন ক্যাটরিনা। ছবিতে তাঁর প্রাক্তন সলমন খানের সঙ্গে রোমান্স করেছেন। ছবিটি দেখেছেন ভিকি কৌশল। স্ত্রীর সঙ্গে তাঁর প্রাক্তন সমলনের অন স্ক্রিন রোমান্স দেখে কী বলেছেন ভিকি। অধিকারবোধ সম্পন্ন স্বামীর মতো ব্যবহার না করে বরং স্ত্রীকে বাহবা জানিয়েছেন। বাহবা জানিয়েছেন ‘টাইগার থ্রি’ ছবিটি। টাইগার থ্রির একটি পোস্টার শেয়ার করে ভিকি লিখেছেন, “এই ছবি দীপাবলির উপহার। দারুণ হয়েছে। যশরাজ ফিল্মসের গোটা টিমকে অনেক শুভেচ্ছা।”
অভিনেতাদের মধ্যে রাগ-হিংসার কোনও জায়গা নেই। প্রাক্তনের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি শেয়ার করতে হলেও অনেক সময় মেনে নেন স্বামী-স্ত্রী। সেই পরিচয়ই দিয়েছেন ভিকি-ক্যাটরিনা। বরাবরই ক্যাটরিনার কাজের ভক্ত ভিকি। ফলত বাহবা জানিয়েছেন ক্যাটরিনার এই কাজকেও। ডিসেম্বর মাসেই তাঁদের দু’বছরের বিবাহবার্ষিকী। কীভাবে পালিত হবে, সেদিকে নজর তাঁদের অনুরাগীদের।