
সোমবার সকাল থেকেই আলিয়া ভাটের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাইরাল নেটদুনিয়ায়। সকলেই রণবীর ও আলিয়াকে শুভেচ্ছা জানাচ্ছেন। আবার কেউ কেউ প্রশ্নও তুলছেন তাঁদের এই দ্রুত সন্তান নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে। তবে এই প্রসঙ্গে অনেক আগেই নিজের মতামত রেখেছিলেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কের খবর তিনি সামনে এনেছিলেন ২০১৮ সালে। সোনম কাপুরের বিয়েতে গিয়ে প্রথম তিনি মুখ খুলেছিলেন যে, রণবীরের সঙ্গে সম্পর্কে আছেন। এরপরই ভাইরায় হয়ে গিয়েছিল কাপুর পরিবারের এই পুত্রের প্রেমকাহিনি।
এরপরই নানা সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খুলতে দেখা যায় আলিয়া ভাটকে। তিনি মনে করেন তাঁর বয়স যে পর্যায় পৌঁছে গিয়েছে, তাতে সন্তান পরিকল্পনা করাটা অবাক কাণ্ড নয়। তিনি জানান, এক এক সময় তাঁর মনে হয় সন্তান নেওয়ার কথা। সন্তানের নাম নিয়েও তিনি এক এক সময় ভাবতেন। আজ থেকে চার বছর আগে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান আলিয়া। তিনি চান তাঁর দুটি ছেলে হবে। অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসা মাত্রই পুরোনো সেই খবর ছড়িয়ে পড়ল নেটপাড়ায়। চার বছরের মাথায় মা হওয়ার সুখবর শোনালেন আলিয়া ভাট।
খবর দেখা মাত্রই টাইগার শ্রফ, কৃতি স্যানন, রকুল প্রীত, পরিণীতি চোপড়া, মৌনি রায়, করণ জোহার, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা আরোরা, বিপাশা বসু, নেহা ধুপিয়া, সোনু সুদ প্রত্যেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সোনি রাজধান ছবির ভিত্তিতে সিংহ মা-বাবাকে শুভেচ্ছা ও ভালবাসা জানান কমেন্ট বক্সেই। চলতি বছর এপ্রিল মাসেই চার হাত এক হয়েছে রণবীর-আলিয়ার। বিয়ের দু-মাসের মাথায় আরও এক সুখবর শেয়ার করে নিলেন তাঁরা। ফলে কাপুর পরিবারে এখন আনন্দ উৎসব। হাতে একের পর এক ছবির কাজ রণবীর-আলিয়ার। সামনেই ব্রহ্মাস্ত্র ছবির মুক্তি। তার আগে ছবির প্রচারে এবার কতটা দেখা মিলবে আলিয়ার প্রশ্ন থেকে গেলেও, তবে দিনের শেষ খুশি সকলেই। নতুন সদস্যের অপেক্ষায় এখন কেবল দিনগোনার পালা।