২০০৩ সালে, হৃতিক রোশন (Hrithik Roshan) এবং প্রীতি জিন্টার (Preity Zinta) ছবি ‘কোই মিল গয়া’ ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বাধিক উপার্জনকারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। ছবিটি সমালোচক এবং অনুরাগীদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পেয়েছিল। রাকেশ রোশনের পরিচালনায়, ছবিটি তার ঘরানার একটি মাইলফলক হিসেবে থেকে যাবে। এবং এটি প্রথম ভারতীয় সিনেমা যা এলিয়েনকে দেখিয়েছিল। অবিসংবাদিত এই কাজটি আজ ১৮ বছর পূরণ করল।
তারই উদযাপনের জন্য, হৃতিক তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মুভি থেকে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন। যার মধ্যে অন্যতম প্রধান চরিত্র জাদুর ছবিটিই সবথেকে বেশি নজর কেড়ে নিয়েছিল। ছবিগুলোর সঙ্গে ছিল একটি ছোট্ট নোট, যাতে লেখা ছিল, ‘যিনি রোহিতকে এবং ব্যক্তিগতভাবে আমার জীবনটা সুখ ও জাদুতে ভরে দিয়েছেন, রোহিতের হাত ধরেছিল, তার জীবনের সমস্ত দাগ মুছে দিয়েছিল আর তাকে বিস্ময়ে বিশ্বাস করতে শিখিয়েছিল, তাঁর প্রতি এই পোস্ট।’
অভিনেতা যাদুর প্রতি তাঁর অনুরাগের কথা স্মরণ করিয়ে দেন আর বলেন, ‘জাদু যখন মাত্র ৩ বছর বয়সের, তখন সে রোহিতের জীবনে এসেছিল। ১৮ বছর পেরিয়ে গেছে, আর জাদুর ২১ বছর পূর্ণ হয়েছে। মাঝে মাঝে ভাবি, আজকে সে কেমন দেখতে হবে! কী মনে হয় আপনাদের ? শুভ জন্মদিন জাদু!’
হৃতিককে সর্বশেষ টাইগার শ্রফ এবং বানি কাপুরের সাথে ‘ওয়ার’ (War) এ দেখা গিয়েছিল। তামিল সুপারহিট ছবি ‘বিক্রম ভেদা’র (Vikram Vedha) হিন্দি রিমেকের জন্য অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ফাইটার’ (Fighter) নামের একটি কাজও শুরু হওয়ার কথা তাঁর।