Hrithik-Kangna: ‘বার্বি’ ছবিতে এবার হৃত্বিক-কঙ্গনা? ট্রেলার দেখে চমকে গেল নেটপাড়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 31, 2023 | 8:45 AM

Viral Video: বার্বির চরিত্রে অভিনয় করেছেন, মার্গট রবি এবং কেনের চরিত্রে অভিনেতা রায়ান গসলিং, কিন্তু কোথায় তাঁরা, নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে এখন এই ছবির নতুন ট্রেলার। যেখানে জায়গা করে নিয়েছেন হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত।

Follow Us

সদ্য মুক্তি পেয়েছে বার্বি ছবি। ২১ জুলাই, একগুচ্ছ ছবি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। একদিকে যেমন ওপেনহাইমার তেমনই অন্যদিকে দর্শক মনে জায়গা করে নেয় বার্বি। শুরুতেই এই ছবি বক্স অফিসে ঝড় তোলে। না, কেবল বক্স অফিস নয়, বার্বি ছবির গোলাপী দুনিয়ায় গা ভাসিয়েছে নেটদুনিয়াও। AI নির্মিত ছবিতে অধিকাংশ স্টারই তো এখন বার্বি। রিলসে রিলসে ভেসে বেড়াচ্ছে ‘অ্যাকোয়া’ ব্যান্ডের গান,‘‘আই অ্যাম অ্যা বার্বি গার্ল, ইন দ্য বার্বি ওয়ার্লড।’’ গ্রেটা গারউইগ পরিচালিত এই ‘বার্বি’ ছবির পরতে পরতে যেমন নস্ট্যালজিয়া, ঠিক ততটাই চমক। তাই বলে হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত অভিনয়ে? বার্বির চরিত্রে অভিনয় করেছেন, মার্গট রবি এবং কেনের চরিত্রে অভিনেতা রায়ান গসলিং, কিন্তু কোথায় তাঁরা, নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে এখন এই ছবির নতুন ট্রেলার। যেখানে জায়গা করে নিয়েছেন হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত।

‘কৃষ’ সিরিজে এই স্টার জুটিকে এক সঙ্গে পাওয়া গিয়েছিল। তখন সম্পর্কের জল্পনাও তুঙ্গে। রাতারাতি ভাইরাল হয়েছিল তাঁদের মধ্যে বিভিন্ন বচসা, ই-মেল, কুৎসা সবটাই। তবে কী অতীতের সেই দিন ভুলে আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা? সদ্য প্রকাশ্যে আলা বার্বি ছবির ট্রেলার তেমনই ইঙ্গিত করলেও বাস্তবটা কিন্তু তেমন নয়। বার্বি ঝড়ে বুঁদ ও AI নিয়ে উৎসুক ভক্তরাই এবার বানিয়ে ফেলল এই ট্রেলার। ছবিতে তাঁরা কাজ করছেন না, তবে এই ট্রেলার তাঁদের অনেকদিন পর দেখে বেজায় খুশি একশ্রেণী, অপর শ্রেণী আবার অতীতের কুৎসা টেনে চর্চায় নামলেন রাতারতি। তবে রুথ হ্যান্ডলারের চরিত্র বার্বির নির্মাতা মোটেও এই দুই স্টারকে নিয়ে ছবি করছেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমছে এই ছবির চাহিদা। দর্শক প্রেক্ষাগৃহে টানার সম্পূর্ণ চেষ্টা বর্তমান থাকলেও বেশ কিছু খামতি থেকে গিয়েছে ছবির বুনটে। তাই প্রথম সপ্তাহের পরই ফিকে হতে থাকে এই ছবি নিয়ে দর্শক মনে উত্তেজনা।

সদ্য মুক্তি পেয়েছে বার্বি ছবি। ২১ জুলাই, একগুচ্ছ ছবি মুক্তি পায় প্রেক্ষাগৃহে। একদিকে যেমন ওপেনহাইমার তেমনই অন্যদিকে দর্শক মনে জায়গা করে নেয় বার্বি। শুরুতেই এই ছবি বক্স অফিসে ঝড় তোলে। না, কেবল বক্স অফিস নয়, বার্বি ছবির গোলাপী দুনিয়ায় গা ভাসিয়েছে নেটদুনিয়াও। AI নির্মিত ছবিতে অধিকাংশ স্টারই তো এখন বার্বি। রিলসে রিলসে ভেসে বেড়াচ্ছে ‘অ্যাকোয়া’ ব্যান্ডের গান,‘‘আই অ্যাম অ্যা বার্বি গার্ল, ইন দ্য বার্বি ওয়ার্লড।’’ গ্রেটা গারউইগ পরিচালিত এই ‘বার্বি’ ছবির পরতে পরতে যেমন নস্ট্যালজিয়া, ঠিক ততটাই চমক। তাই বলে হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত অভিনয়ে? বার্বির চরিত্রে অভিনয় করেছেন, মার্গট রবি এবং কেনের চরিত্রে অভিনেতা রায়ান গসলিং, কিন্তু কোথায় তাঁরা, নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে এখন এই ছবির নতুন ট্রেলার। যেখানে জায়গা করে নিয়েছেন হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াত।

‘কৃষ’ সিরিজে এই স্টার জুটিকে এক সঙ্গে পাওয়া গিয়েছিল। তখন সম্পর্কের জল্পনাও তুঙ্গে। রাতারাতি ভাইরাল হয়েছিল তাঁদের মধ্যে বিভিন্ন বচসা, ই-মেল, কুৎসা সবটাই। তবে কী অতীতের সেই দিন ভুলে আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন তাঁরা? সদ্য প্রকাশ্যে আলা বার্বি ছবির ট্রেলার তেমনই ইঙ্গিত করলেও বাস্তবটা কিন্তু তেমন নয়। বার্বি ঝড়ে বুঁদ ও AI নিয়ে উৎসুক ভক্তরাই এবার বানিয়ে ফেলল এই ট্রেলার। ছবিতে তাঁরা কাজ করছেন না, তবে এই ট্রেলার তাঁদের অনেকদিন পর দেখে বেজায় খুশি একশ্রেণী, অপর শ্রেণী আবার অতীতের কুৎসা টেনে চর্চায় নামলেন রাতারতি। তবে রুথ হ্যান্ডলারের চরিত্র বার্বির নির্মাতা মোটেও এই দুই স্টারকে নিয়ে ছবি করছেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমছে এই ছবির চাহিদা। দর্শক প্রেক্ষাগৃহে টানার সম্পূর্ণ চেষ্টা বর্তমান থাকলেও বেশ কিছু খামতি থেকে গিয়েছে ছবির বুনটে। তাই প্রথম সপ্তাহের পরই ফিকে হতে থাকে এই ছবি নিয়ে দর্শক মনে উত্তেজনা।

Next Article