Hrithik Roshan: প্রেমের বয়স একমাস, চুপিসারে ঘুরেছেন গোয়াও, হৃতিক আর সিঙ্গল নন!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 31, 2022 | 10:20 PM

কোথা থেকে এই গুঞ্জনের সূত্রপাত? বৃহস্পতিবার রাতে সাবাকে নিয়েই এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন অভিনেতা। রেস্তরাঁ থেকে বের হওয়ার সময়েই তাঁদের ঘিরে ধরে পাপারাজ্জি। সাবার হাত শক্ত করে ধরেছিলেন হৃতিক।

Hrithik Roshan: প্রেমের বয়স একমাস, চুপিসারে ঘুরেছেন গোয়াও, হৃতিক আর সিঙ্গল নন!
চুপিসারে ঘুরেছেন গোয়াও, হৃতিক আর সিঙ্গল নন!

Follow Us

আপনি কি হৃতিক-প্রেমে হাবুডুবু খাচ্ছেন? তবে আপনার মন ভাঙতে বাধ্য। প্রিয় নায়ক আর সিঙ্গল নন, জানাচ্ছে অভিনেতা ঘনিষ্ঠ মহলই। সাবা আজাদকে নিয়ে এতদিন ছিল গুঞ্জন তবে এখন সেই গুঞ্জনেও কার্যত শিলমোহর পড়েছে। শোনা যাচ্ছে, প্রেমের নাকি হয়েছে এক মাস পার। যাকে নিয়ে এত কথা সেই সাবাও কিন্তু সম্পর্কে সরাসরি অস্বীকার করেননি। মিড-ডে এর এক রিপোর্ট জানাচ্ছে, কিছুদিন আগে নাকি সাবার সঙ্গে চুপিচুপি গোয়াতেও ঘুরে এসেছেন হৃতিক। যদিও এখনই প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করতে চাইছেন না তাঁরা।

অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্ট জানাচ্ছে, তাঁদের তরফে যোগাযোগ করা হয়েছিল সাবাড় সঙ্গে। প্রশ্ন করতেই সাবা সাংবাদিককে বলেছিলেন, “একটা কাজের মধ্যে রয়েছি। পরে কথা বলছি”। হৃতিকের সঙ্গে প্রেমের কথা স্বীকারও যেমন করেননি ঠিক তেমনই অস্বীকারও করেননি। বলা ভাল, বিষয়টি এড়িয়ে গিয়েছেন যত্ন সহকারে।
কোথা থেকে এই গুঞ্জনের সূত্রপাত? বৃহস্পতিবার রাতে সাবাকে নিয়েই এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন অভিনেতা। রেস্তরাঁ থেকে বের হওয়ার সময়েই তাঁদের ঘিরে ধরে পাপারাজ্জি। সাবার হাত শক্ত করে ধরেছিলেন হৃতিক। দুজনের মুখেই ছিল মাস্ক। তাই মাস্ক ঢাকা মুখের ‘রহস্যময়ী’র পরিচয় প্রথমে সামনে আসেনি। কিন্তু নেটদুনিয়ায় চাপা থাকে না কিছুই। মাস্ক ঢাকা মুখের নেপথ্যে পরিচয় প্রকাশ্যে আনতে বেশি সময় লাগেনি।

সাবার বর্তমান বয়স ৩২। ২০০৮ সালে ‘দিল কবাড্ডি’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় তাঁর। এর পরে ২০১১ সালে অভিনেতা সাকিব সালিমের বিপরীতে ‘মুঝসে ফ্র্যান্ডশিপ করোগে’তে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর শেষ ছবি ‘ইশক’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। তবে অভিনয়ই সাবার একমাত্র পেশা নয়। একাধারেও তিনি সঙ্গীতশিল্পী ও লিরিসিস্টও। ইনস্টাগ্রামে এই মুহূর্তে সাবার অনুরাগীর সংখ্যা প্রায় ৮২ হাজারের কাছাকাছি, হৃতিকের তুলনায় অনেকখানি কম। জল গড়ায় কতদূর, এখন সেটাই দেখার।

আরও পড়ুন- Saba Azad: হৃতিকের সঙ্গে হাতে হাত, গুঞ্জন প্রেমেরও, কে এই সাবা আজাদ?

Next Article