হৃত্বিক রোশন, কেরিয়ার একাধিক হিট ও ফ্লপ জড়িয়ে থাকলেও যখন তিনি যে চরিত্রে অভিনয় করেন, তখন ঠিক সেই চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেন। একটা অভিনেতার কাছে প্রাথমিক শর্তই সেটা। হৃত্বিক রোশনও সেই তালিকায় ব্যতিক্রমী নাম নয়। যে মানুষ ওয়ার ছবিতে বোল্ড লুকে দাপটের সঙ্গে ঝড় তুলতে পারে, তিনিই আবার রাস্তায় খাবার বিক্রেতা আনন্দ কুমার। সুপার থার্টি ছবি হৃত্বিক রোশনের জন্য একটি মাইলস্টোন। দীর্ঘ ফ্লপের পর আবারও কামব্যাক করেছিলেন তিনি এই ছবির হাত ধরেই। নিজেকে ভেঙে গড়েছিলেন।
সেই ছবির সেটের ছবিটা ঠিক কেমন ছিল! ক্যামেরার সামনে আনন্দ কুমার আর ক্যামেরার পেছনে তিনি রূপে ধরা দিচ্ছেন, হৃত্বিক লুকে দাপট মোটেও এমনটা নয়। বরং সকলের সঙ্গে মিলেমিশে থেকে সেই কয়েকদিনের জন্য তিনি হয়ে ুঠেছিলেন আনন্দ কুমারই। যাঁর পরতে-পরতে সাদামাটা এক ব্যক্তিত্বের ছাপ। তাই অবলীলায় সকলের সঙ্গে ধরলেন গান। হৃত্বিকের গানের গলা কেমন! নিজে শেয়ার করা এই ভিডিয়োই দিল তার প্রমাণ। তবে না, কেবল গান গাইবার প্রতীভাই যে সামনে এসেছে এমনটা নয়। কোই মিল গয়া ছবির টাইটেল গানকে তিনি রীতিমত কম্পোজ করলেন ভোজপুরীর আদলে।
নেচে নেচে ধরলেন সুর। ছবির সেট থেকে সেই ভিডিয়ো শেয়ার করা মাত্রই তা তা ভক্তমহলের নজরে এলো। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ার পাতায়। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে কথা চলছে হৃত্বিকের। তবে ব্যক্তিগত জীবনে এখন বন্ধু সাবাকে নিয়েই ব্যস্ত তিনি। সর্বত্রই দেখা যাচ্ছে তাঁদের হাতে হাত রেখে ফ্রেমবন্দি হতে। আবার তাঁর প্রাক্তন স্ত্রী সুজনও তাঁর প্রেমিকের সঙ্গে বিদেশের পথে দিয়েছেন পারি।