Viral Hrithik-Saba: ভরা পার্টির মাঝে প্রেমিকার জুতো হাতে হৃত্বিক, দেখে অবাক নেটপাড়া

Hrithik Roshan: সাবা এক ব়্যাপারের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। হৃত্বিক সেই ভিডিয়োটি শেয়ার করে লাইক করেছিলেন। সাবা ধন্যবাদ জানিয়েছিলেন হৃত্বিককে।

Viral Hrithik-Saba: ভরা পার্টির মাঝে প্রেমিকার জুতো হাতে হৃত্বিক, দেখে অবাক নেটপাড়া
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 4:21 PM

সম্প্রতি নীতা আম্বানির আমন্ত্রণে গোটা বলিউড এক ছাদের তলায় হয়েছিলেন। তাঁর কালচারাল সেন্টার উদ্বোধনের বিশেষ পার্টিতে হাজির হয়েছিলেন প্রেমিকা সাবার হাত ধরে হৃত্বিক রোশনও। সেখানেই স্টানিং লুকে ফ্রেমবন্দি হয়েছিলেন সাবা আজ়াদ। সঙ্গে ছিলেন সুপারস্টার। তবে এ কী! সাবার জুটো হৃত্বিকের হাতে? পোজ় দিলেন সাবা, পিঠনে দাঁড়িয়ে থাকা হৃত্বিকই নজরের কেন্দ্রে জায়গা করে নিলেন। কারণ একটাই, তিনি খুব সাবলীলভাবে হাতে ধরেছিলেন তাঁর প্রেমিকার জুতো। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হৃত্বিক রোশন। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। সাবা আজ়াদের প্রতি হৃত্বিকের ভালবাসার গভীরতা যে কতটা দৃঢ়, তা স্পষ্ট হয়ে যায় এই পোস্ট থেকেই।

বেশ কয়েকবছর ধরেই হৃত্বিকের সঙ্গে জুড়েছে এই তরুণীর নাম। তাঁকেই ডেট করছেন হৃত্বিক। হাতে হাত ধরে হৃত্বিকের সঙ্গে মুম্বইয়ের একটি রেস্তরাঁ থেকে বেরতে দেখা যায় সাবাকে। প্যাপারাৎজ়িদের নজর এড়াতে পারেননি দুই তারকা। প্রথম ডেট করার একমাসের মধ্যেই নাকি গোয়াও ঘুরে এসেছিলেন তাঁরা। হৃত্বিকের পরিবারের সঙ্গেও নাকি মিশে গিয়েছেন সাবা। তবে জানেন কীভাবে তাঁদের প্রথম আলাপ হয়?

মুম্বই টাইমসের রিপোর্ট অনুযায়ী, হৃত্বিক-সাবার নাকি প্রথম আলাপ হয় টুইটারে। একসূত্র মারফত জানা গিয়েছে, ২-৩ মাস ধরে ডেট করছেন হৃত্বিক-সাবা। গুঞ্জন রটেছিল, ডেটিং অ্যাপে নাকি তাঁদের দেখা হয়। কিন্তু এ কথা সত্যি নয়। তাঁদের আলাপ হয় টুইটারে।

সাবা এক ব়্যাপারের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। হৃত্বিক সেই ভিডিয়োটি শেয়ার করে লাইক করেছিলেন। সাবা ধন্যবাদ জানিয়েছিলেন হৃত্বিককে। তারপর তাঁদের দু’জনের কথা শুরু, বাড়তে থাকে ঘনিষ্ঠতা। এখন তাঁদের সম্পর্কের খবর এক কথায় সকলেরই জানা।