হৃত্বিক রোশনের লুক নিয়ে ভক্তদের মধ্যে চর্চা বরাবরই তুঙ্গে। তাঁকে দেখতে নাকি ভারতীয় অভিনেতাদের মতো নয়। তবে এ বিষয় দ্বিমত নেই কারও। তিনি বলিউডের গ্রীকগড নামেই খ্যাত। অনেকেই মনে করেন তাঁকে বলিউডের থেকে বেশি হলিউডের অভিনেতা হিসেবেই বেশি মানায়। তাঁর হলিউড ছবির প্রস্তাবও এসেছিল। অনেকেই তাঁর ওয়ার ছবি দেখার পর জানিয়েছিলেন পুরো হলিউড স্টার লাগছে। যত বয়স বাড়ছে হৃত্বিক রোশনের, ততই যেন গ্ল্যামার উপচে পড়ছে তাঁর। সাদা কালো চুল, স্টানিং ফিগার, সব মিলিয়ে একে বারে হটস্টার তিনি। হাজার হাজার মহিলা ভক্তের মনের মানুষ। এই স্বপ্নের পুরুষের ছবি আসা মানেই ভক্তদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। ওয়ার ছবির মতোই এক বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা।
ছবির নাম ফাইটার। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবির টিজ়ারের একটি দৃশ্য শেয়ার করলেন এবার অভিনেত্রী। যেখানে পিছন থেকে দেখা গেল হৃত্বিক রোশনকে। আর সেই লুক সামনে আসা থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে। ট্রোলের শিকারও হলেন অভিনেতা। একজন লিখলেন, তিনি স্বস্তির টম ক্রুজ। যদিও ট্রোল খুব একটা হৃত্বিককে স্পর্শ করে না। শেষ মুক্তি পাওয়া দুই ছবি সুপার হিট।
সুপার ৩০ ছবির মধ্যে দিয়ে বলিউডে কামব্যাক করেন হৃত্বিক রোশন। এরপরই ঝড় তুলেছিল ওয়ার ছবি। এখন পাইপ লাইনে রয়েছে বেশ কয়েকটি ছবি। যার মধ্যে অন্যতম হল ফাইটার। হৃত্বিক রোশনের কাছে গিয়েছিল রামায়ণের রাবণের প্রস্তাব, গিয়েছিল ব্রহ্মাস্ত্র ছবির দেব চরিত্রটার প্রস্তাব। তবে তিনি সেই ছবির প্রস্তাব গ্রহণ করেননি। কারণ দীর্ঘ প্রজেক্টের সঙ্গে তিনি বেশি যুক্ত থাকতে ইচ্ছুক নন। ফাইটার ছবি নিয়ে এখন বেজায় ব্যস্ত রয়েছেন অভিনেতা। গত দুই বছর ধরে চলছে এই ছবির প্রস্তুতি। এখন দেখার আগের দুই ছবির মতো এই ছবিও বক্স অফিসে ঝড় তোলে কি না।