খুশির খবরে শেয়ার করেছিলেন অভিনেত্রী আগেই। মা হতে চলেছেন ইলিয়ানা ডিক্রজ। তবে কেবল খবরই শেয়ার করেছিলেন, তাতেই খুশির হওয়া বযে যায় সোশ্যাল মিডিয়ায়। এককাংশ যখন তাঁকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, ঠিক সেই সময়ই আবার অপর অংশ কটাক্ষ করতে মরিয়া। প্রথম খবর দিতে শেয়ার করেছিলেন ‘মাম্মা’ লেখা এক লকেটের ছবি। সদ্যোজাতর এক পোশাকও। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “শীঘ্রই আসছে সে। তোমায় দেখার অপেক্ষায় রয়েছি, সোনা।” এরপরেই সোশ্যাল মিডিয়ায় তুলোধনা করা হয় নায়িকাকে। কারণ, ইলিয়ানা অবিবাহিত। আর সেই কারণেই তাঁকে পড়তে হয় প্রশ্নের মুখে।
অনেকেই আবার মনে করছেন তাঁর সন্তানের বাবা বুঝি ক্যাটরিনা কাইফের দাদা সিবাস্টিয়ান লরেন্ট মিশেল। বিগত বেশ কিছু সময় ধরে তাঁর সঙ্গেই নাম জুড়েছে ইলিয়ানার। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে অফিসিয়ালি কেউই মুখ খোলেননি। এর আগে অজি ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। যদিও প্রায় বছর তিনেক আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় বলেই খবর। উল্লেখ্য ইলিয়ানার মা হওয়ার খবর রটতে শুধুই যে সমালোচনা হয়েছে এমনটা কিন্তু নয়। অনেকেই দাঁড়িয়েছেন তাঁর পাশে। লিখেছেন, “একজন প্রাপ্ত বয়স্ক মানুষ কখন মা হবেন, ব্যক্তিগত জীবনে কী করবেন, তা একান্ত তাঁর ব্যক্তিগত বিষয়। আমরা কিছু বলার কে?” ইলিয়ানা কিন্তু কোথাও বেবিবাম্পের ছবি শেয়ার করেননি। তাই তিনি সন্তান দত্তক নিতে চলেছেনও মনে করছেন কেউ কেউ।
তবে এবার সেই জল্পনার মাঝেই ইলিয়ানা শেয়ার করলেন তাঁর বেবিবাম্পের ছবি। যদিও কটাক্ষের মাত্রা বিন্দুমাত্র কমল না। উল্টে অনেকে আবার এই খবরকে বিশ্বাসই করলেন না। স্পষ্ট মন্তব্য করলেন, এসব এখন প্রোমোশনের অংশ হয়ে গিয়েছে। অতীতে এমনই এক প্রমোশন করতে দেখা গিয়েছিল নেহা কক্করকে। যেথানে তিনি অন্তঃসত্ত্বা না হয়েও বেবিবাম্প নিয়ে ছবি শেয়ার করেছিলেন স্বামীর সঙ্গে। তবে এক্ষেত্রে বিষয়টা মোটেও তেমন নয়।