Imran Khan: ভয়ানক অভিজ্ঞতা, শুটিং সেটে আগুনে ঝলসে যায় ইমরান খানের…

Viral Picture: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল এবার। সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর শেয়ার করে নিলেন ইমরান। জানিয়ে দিলেন, তিনি আবারও ফিরছেন অভিনয়।

Imran Khan: ভয়ানক অভিজ্ঞতা, শুটিং সেটে আগুনে ঝলসে যায় ইমরান খানের...

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 17, 2023 | 8:00 PM

ইমরান খান, বলিউডে ডেবিউ করার পর থেকেই যাঁর রূপে ও অভিনয় গুণে মুগ্ধ হয়েছিল হাজার হাজার মহিলা ভক্তরা। একের পর এক ছবি ছিল তাঁর ঝুলিতে। তবে একটা সময় পর আর ফিরে পাওয়া যায়নি ইমরান খানকে। তাঁর ভক্তরা মুখিয়ে ছিলেন কবে আবারও পর্দায় ফিরছেন এই অভিনেতা! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল এবার। সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর শেয়ার করে নিলেন ইমরান। জানিয়ে দিলেন, তিনি আবারও ফিরছেন অভিনয়। খবর প্রকাশে আসা মাত্রই খুশির হাওয়া ভক্তদের মনে। তবে এখানেই শেষ নয়, স্মৃতির পাতায় ফিরলেন ইমরান পলকে। শেয়ার করে নিলেন শুটিং সেটের এক ভয়ানক অভিজ্ঞতার কথা।

ঠিক কী হয়েছিল ইমরান খানের? 

‘লাক’ ছবির শুটিং চলাকালীন অ্যাকশন দেশে ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। সেটে জ্বলছিল আগুন, তারই মধ্যে অ্যাকশন দৃশ্য শুট করছিলেন তিনি। মাথার ওপর ছাতা ধরা ছিল রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু নিচে থাকা আগুনের তাপ থেকে বাঁচার কোনও উপায়ই ছিল না তাঁর কাছে। এমনই সময় ছবির স্বার্থে এক বিস্ফোরণ ঘটানো হয় ইমরান খানের সামনে। যা ওই অ্যাকশন দৃশ্যের অংশ ছিল। আর সেই মুহূর্তেই আগুন এতটাই কাছাকাছি চলে আসে ইমরানের, যে তাঁর চোখের পাতা ঝলসে যায়। সেই মুহূর্তে ছবি শেয়ার করে অতীতের এমনই অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। দিন দিন বলিউডে কমে যাচ্ছে ডামির সংখ্যা। এখন অভিনেতারা নিজেরাই নিজেদের অ্যাকশন করতে মরিয়া। নিজেদের আরও পক্ত করে তুলতে এবং আরও নজর কাড়তেই অভিনেতারা নিজেদের সর্বগুণ সম্পন্ন করে তুলছেন। তাই সাম্প্রতিককালে একসঙ্গে আহত হওয়ার খবর ভুরিভুরি মেলে সিনেপাড়া থেকে। আর সেই তালিকা থেকে যে বাদ পড়েনি ইমরান খানও, এবার মিলল তারও প্রমাণ।