Rashmika Mandanna: ‘পুষ্পা’ খ্যাত রশ্মিকা মনদানা আবার হিন্দি ছবিতে, এবার বিপরীতে কে?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jul 08, 2022 | 9:41 PM

Rashmika Mandanna: সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ তাঁর ডেবিউ ছবি। শান্তনু বাগচী পরিচালিত সেই ছবি এখনও মুক্তি পায়নি। এর মধ্যেই তিনি তাবড় তাবড় বলি-অভিনেতার সঙ্গে কাজ শুরু করছেন।

Rashmika Mandanna: পুষ্পা খ্যাত রশ্মিকা মনদানা আবার হিন্দি ছবিতে, এবার বিপরীতে কে?
রশ্মিকা মনদানা

Follow Us

রশ্মিকা মনদানা (Rashmika Mandanna)। দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী তিনি। ২০১৬ সালে কন্নড় ছবি দিয়ে শুরু করেন কেরিয়ার। মাত্র ৬ বছরের মধ্যে দক্ষিণের গণ্ডি পেরিয়ে এখন  সারা ভারতে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। সৌজন্য ‘পুষ্পা’ ছবি। অল্লু অর্জুন এবং রশ্মিকার রসায়ন সারা ভারতে তাঁদের অগুণতি ভক্তের সংখ্যা শুধু বাড়ায়নি, বলিউডের প্রযোজক-পরিচালকদের কাছে করে তুলেছে গ্রহনীয়। বিশেষ করে রশ্মিকার। এই ছবির বলিউডে তাঁর চাহিদা বেড়েই চলেছে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ তাঁর ডেবিউ ছবি। শান্তনু বাগচী পরিচালিত সেই ছবি এখনও মুক্তি পায়নি। এর মধ্যেই তিনি তাবড় তাবড় বলি-অভিনেতার সঙ্গে কাজ শুরু করছেন।

তালিকাটায় চোখ রাখলেই বোঝা যাবে তাঁর বলিউডে কতটা চাহিদা। সিদ্ধার্থের পর রয়েছেন রণবীর কাপুর, রয়েছেন অমিতাভ বচ্চন। সন্দীপ রেড্ডির পরিচালনায় ‘অন্যিমেল’ ছবিতে তিনি কাজ করছেন রণবীরের বিপরীতে। মানালিতে এই ছবির প্রথম পর্বের শুটিং হয়েছে। ছবির লুকও সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল। বিকাশ বহেল পরিচালিত ‘গুডবাই’ ছবিতে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন বিগ বি-র সঙ্গে। কিছুদিন আগেই ঋষিকেশে হয়েছে সেই ছবির শুটিং। এই ছবির লুকও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। চলছে ‘পুষ্পা ২’ ছবির কাজ। তেলেগু ছবি হলেও হিন্দি ভার্সানও থাকবে ছবির। যেমন প্রথম ছবির ছিল।

টাইগার শ্রফের বিপরীতে রশ্মিকা

এবার খবর তিনি অভিনয় করতে চলেছেন টাইগার শ্রফের বিপরীতে। শশাঙ্ক খৈতান পরিচালিত অ্যাকশন ছবিতে তিনিই নায়িকা। শশাঙ্ক নতুন জুটি খুঁজছিলেন। যেমন সন্দীপ খুঁজেছিলেন বলেই রশ্মিকা ‘অন্যিমেল’-এর নায়িকা, ঠিক তেমনভাবেই শশাঙ্কের ছবিতেও তিনি সুযোগ পয়েছেন। সূত্রের খবর অনুযায়ী সেপ্টেম্বরে ছবি ফ্লোরে যাবে। ভারত ছাড়াও বিদেশেও ছবির শুটিং হবে।

Next Article