Aishwarya Rai Bachchan: বিবাদ চরমে! শ্বশুরবাড়ি ত্যাগ করে বাপের বাড়িতেই থাকছেন ঐশ্বর্য…

Aishwarya Rai Bachchan-Bachchan Family: বর্তমানে অধিকাংশ সময়েই বাপের বাড়িতে গিয়ে থাকছেন ঐশ্বর্য। মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন বাপির বাড়িতে। আরাধ্যাকে নিজের সঙ্গে নিয়ে রাখছেন তিনি। সম্প্রতি ঐশ্বর্যর বাবা প্রয়াত কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন পালন করলেন ঐশ্বর্য। সেখানেও মা এবং আরাধ্যার সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। এদিকে অভিষেক বচ্চনও দূরে-দূরে থাকছেন ঐশ্বর্যর থেকে।

Aishwarya Rai Bachchan: বিবাদ চরমে! শ্বশুরবাড়ি ত্যাগ করে বাপের বাড়িতেই থাকছেন ঐশ্বর্য...
বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন।

| Edited By: Sneha Sengupta

Nov 21, 2023 | 10:32 AM

ইদানিং শ্বশুরবাড়িতে কম বাপের বাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন। এবং তাতে আর শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদের প্রসঙ্গ ফের জোরালো হচ্ছে। বিগত কয়েক দিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের সঙ্গে নাকি তুমুল অশান্তি হচ্ছে বিশ্ব সুন্দরী এবং তাঁদের বাড়ির বউ ঐশ্বর্য রাই বচ্চনের। তবে সমস্যা ঠিকই নিয়ে, তা এখনও কেউ জানতে পারেননি। বচ্চনরা বরাবরই সম্পর্কঘটিত নানা জটিলতাকে আড়ালেই রাখতে পছন্দ করেন। এক্ষেত্রেও যে তাঁরা চুপ থাকবেন, সেটাই স্বাভাবিক। তবে এমন কিছু ঘটনা ঘটেছে যা বাড়িয়ে দিচ্ছে ঐশ্বর্যর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির বিবাদের জল্পনাকে।

বর্তমানে অধিকাংশ সময়েই বাপের বাড়িতে গিয়ে থাকছেন ঐশ্বর্য। মা বৃন্দা রাই এবং মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন বাপির বাড়িতে। আরাধ্যাকে নিজের সঙ্গে নিয়ে রাখছেন তিনি। সম্প্রতি ঐশ্বর্যর বাবা প্রয়াত কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন পালন করলেন ঐশ্বর্য। সেখানেও মা এবং আরাধ্যার সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। এদিকে অভিষেক বচ্চনও দূরে-দূরে থাকছেন ঐশ্বর্যর থেকে।

বিবাদে প্রসঙ্গ প্রথম সামনে আসে প্যারিসের একটি জনপ্রিয় ফ্যাশন শোকে কেন্দ্র করে। প্যারিসে আয়োজিত সেই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছিলেন বচ্চন পরিবারের সমস্ত নারীরাই। হাজির ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, আরাধ্যা বচ্চন। ঐশ্বর্যর শাশুড়ি অভিনেত্রী জয়া বচ্চন, ননদ শ্বেতা নন্দা বচ্চন এবং তাঁর কন্যার নব্যা নভেলি নন্দাও গিয়েছিলেন সেখানে। প্রত্যেকের ছবি তুলে শ্বেতা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কোনও ছবিতেই পাওয়া যায়নি ঐশ্বর্যর ঝলক, এমনকী সেখানে ঐশ্বর্যকে তাঁরা কেউ ট্যাগও করেননি।

তারপর ১১ অক্টোবর তাঁর শ্বশুরমশাই অমিতাভের জন্মদিনে শাশুড়ি জয়াকে একটি ফ্যামিলি ফটো থেকে ক্রপ করে কেবল মেয়ে আরাধ্যার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন ঐশ্বর্য। তাতেও জল্পনা তুঙ্গে উঠেছিল।

ঐশ্বর্যর জন্মদিন ১ নভেম্বর। এদিন বচ্চন পরিবারের কেউই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। বিশ্ব সুন্দরীর ৫০তম জন্মদিনে কোনও জলসাই হয়নি তাঁদের বিরাট বাংলো জলসায়। এদিনও জল্পনা বেড়েছিল। ঐশ্বর্যর একটি পুরনো সাদা-কালো ছবি পোস্ট করে তাঁকে কেবলই ‘শুভ জন্মদিন’ জানিয়েছিলেন অভিষেক, তাও আবার ভার্চুয়াল মাধ্যমে।

কিছুদিন আগে ছিল আরাধ্যা বচ্চনের ১৩তম জন্মদিন। বয়ঃসন্ধিতে পা দিয়েছে বচ্চন পরিবারের কনিষ্ঠ সদস্য। কিন্তু পার্টি তো দূর বচ্চন পরিবারের কেউই তাঁকে শুভেচ্ছা বার্তা জানাইনি সোশ্যাল মিডিয়ায়। এমনকী তাঁর টেকস্যাভি ঠাকুরদা অমিতাভ বচ্চনও আরাধ্যাকে জানাননি জন্মদিনের শুভেচ্ছা।