বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়িগুলির মধ্যে একটি ‘আশিকী’। ‘আশিকী ৩’ ছবিটা নিয়ে অনেকদিন থেকে উন্মাদনা তুঙ্গে দর্শকের। হবে কি হবে না, তা নিয়েও দোটানায় ছিলেন নির্মাতার। কিন্তু পরে জানা যায়, ‘আশিকী’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি, অর্থাৎ ‘আশিকী ৩’-এ অভিনয় করছেন কার্তিক আরিয়ান। কিন্তু আশিকী তো নায়িকা ছাড়া সম্ভবই নয়। তাই নায়িকা নির্বাচন নিয়ে চিরুনি তল্লাশি করতে হয়েছে নির্মাতাদের। এখন শোনা যাচ্ছে, নায়িকা নাকি তারা সুতারিয়া।
শুরু থেকেই গুঞ্জন ছিল ‘আশিকী ৩’ ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। তারপর শোনা যাচ্ছিল, কার্তিকের একদা প্রেমিকা পতৌদি পরিবারের রাজকন্যা সারা আলি খান অভিনয় করবেন তাতে। কিন্তু এখন জানা যাচ্ছে, দীপিকা, সারা কেউই নন, অভিনয় করবেন তারা সুতারিয়া। ‘তডপ’ ছবিতে শেষ অভিনয় করতে দেখা গিয়েছে তারাকে। কার্তিকের সঙ্গে তাঁকে অনেকগুলো জায়গায় দেখাও গিয়েছে সম্প্রতি।
কেরিয়ারে খুব বড় ব্রেক পাননি বলিউডে বাইরে থেকে আসা তারা সুতারিয়া। সেই দিক থেকে দেখতে গেলে ‘আশিকী ৩’ তাঁর জন্য বড়সড় ব্রেক। তাঁর অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ মাঝারি মাপের ব্যবসা করে বক্স অফিসে। ব্যবসায়ী আধার জৈনের সঙ্গে সম্পর্কের কারণে তিনি খবরেও ছিলেন কিছুদিন। তাঁদের যে সম্পর্ক ভেঙেছে, সেই খবরও ছড়িয়ে পড়ে পরবর্তীতে। তাঁরা নাকি এখন কেবলই ভাল বন্ধু হয়ে রয়েছেন মাত্র।