AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hina Khan: হাসপাতালে ভর্তি হিনা খান? কী হয়েছে অভিনেত্রীর বাড়ছে উদ্বেগ

Hina Khan: অনেকেরই অনুমান দূষণ জনিত কোনও সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছে হিনা খান। কারণ এর আগেই তিনি মুম্বইয়ের দূষণ নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন। যদিও খুব চিন্তার কারণ নেই এটুকু তাঁর মুখের হাসি এবং তাঁর সহজ পোস্ট থেকে বোঝাই যাচ্ছে। যদিও এ পোস্ট দেখে ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন।

Hina Khan: হাসপাতালে ভর্তি হিনা খান? কী হয়েছে অভিনেত্রীর বাড়ছে উদ্বেগ
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 3:47 PM
Share

অভিনেত্রী হিনা খান, শুক্রবারে সকলকে চমকে দিয়ে একটি ছবি পোস্ট করেছেন। হাসপাতালে ভর্তি রয়েছে অভিনেত্রী। ছবি দেখে সেটাই প্রাথমিকভাবে অনুমান করা যায়। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করতেই নেট পাড়ায় শোরগোল তুঙ্গে। ঠিক কী হয়েছে অভিনেত্রীর, তা জানা না গেলেও আয়নার সামনে দাঁড়িয়ে তোলা তাঁর সেলফিতে দেখা গেল পরনে হাসপাতালের পোশাক, হাতে স্যালাইনের টেপ। নিজের স্বাস্থ্য সম্পর্কে কোনও মন্তব্যই করলেন না এই দিন তিনি। উল্টে সামনে আয়না থাকলে একটা নিজস্বী তোলার প্রসঙ্গ টেনে এক পোস্ট করলেন। চোখে মুখে যদিও খুব একটা অসুস্থতার ছাপ লক্ষ্য করা গেল না।

তবে অনেকেরই অনুমান দূষণ জনিত কোনও সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছে হিনা খান। কারণ এর আগেই তিনি মুম্বইয়ের দূষণ নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন। যদিও খুব চিন্তার কারণ নেই এটুকু তাঁর মুখের হাসি এবং তাঁর সহজ পোস্ট থেকে বোঝাই যাচ্ছে। যদিও এ পোস্ট দেখে ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন। যদিও অভিনেত্রীর বর্তমান রিলসে চোখ রাখলে অনুমান করা যায় যে তিনি সুস্থই আঠেন। কারণ হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন তিনি। বিমান বন্দরে ওঠার ছবি শেয়ার করেছেন। ভোর থেকে তিনি কী কী করেছেন, তাও দর্শকদের জানিয়েছেন। ফলে তিনি যে খুব বাড়াবাড়ি কোনও কারণে হাসপাতালে যাননি, প্রাথমিক ভাবে তা স্বস্তি দিচ্ছে দর্শকদের। প্রসঙ্গত কয়েকদিন আগেই মহাদেব বেটিং অ্যাপের (Mahadev Betting App) তদন্তেই এই তিন অভিনেতাকে সমন পাঠানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তরফে। যে তালিকায় পরবর্তীতে নাম জড়িয়েছিল হিনা খানের। তিনিও সমন পেয়েছিলেন বলেই ED সূত্রে খবর।