Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: বিতর্কের মাঝেই মেয়ে মালতিকে নিয়ে মার্কিন মুলুকে কার সঙ্গে একান্ত সময় কাটালেন প্রিয়াঙ্কা?

Vishal Bharadwaj: সম্প্রতি শিরোনামে জ্বলজ্বল করছিলেন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। তুতো বোন পরিণীতি চোপড়ার বিয়েতে আসেননি তিনি। এর কোনও সঠিক ব্যাখ্যাও মেলেনি আজ পর্যন্ত। প্রিয়াঙ্কার মা যদিও জানিয়েছেন, মেয়ে তাঁর ব্যস্ত ছিলেন খুব। তাই আসতে পারেননি বোনের বিয়েতে। এ ব্য়াপারে নেটমাধ্যমে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা। নেটিজ়েনরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রিয়াঙ্কার দিকে।

Priyanka Chopra: বিতর্কের মাঝেই মেয়ে মালতিকে নিয়ে মার্কিন মুলুকে কার সঙ্গে একান্ত সময় কাটালেন প্রিয়াঙ্কা?
প্রিয়াঙ্কা চোপড়া।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 7:29 PM

প্রিয়াঙ্কা চোপড়ার দু’দুটি হিন্দি ছবির পরিচালকের নাম বিশাল ভরদ্বাজ। একটি ‘সাত খুন মাফ’। অন্যটি ‘কমিনে’। সম্প্রতি পরিচালকের সঙ্গে প্রিয়াঙ্কার দেখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাঁরা বেশ কিছুক্ষণ একসঙ্গে সময়ও কাটিয়েছেন। সঙ্গে ছিল প্রিয়াঙ্কা-নিকের কন্যা মালতি মেরি চোপড়া জোনাস।

সম্প্রতি শিরোনামে জ্বলজ্বল করছিলেন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম কারণ, তুতো বোন পরিণীতি চোপড়ার বিয়েতে আসেননি তিনি। এর কোনও সঠিক ব্যাখ্যাও মেলেনি আজ পর্যন্ত। প্রিয়াঙ্কার মা যদিও জানিয়েছেন, মেয়ে তাঁর ব্যস্ত ছিলেন খুব। তাই আসতে পারেননি বোনের বিয়েতে। এ ব্য়াপারে নেটমাধ্যমে তুমুল কটাক্ষের শিকার হয়েছেন প্রিয়াঙ্কা। নেটিজ়েনরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রিয়াঙ্কার দিকে। নিজের মায়ের পেটের বোন হলে কি না এসে থাকতে পারতেন প্রিয়াঙ্কা? উত্তর আসেনি বিশ্ব সুন্দরীর থেকে। অন্যদিকে ফারহান আখতারের ছবি ‘জি লে জ়ারা’ থেকে নাকি পিছ পা হটেছেন প্রিয়ঙ্কা। তাঁর নাকি চিত্রনাট্যই পছন্দ হয়নি। এই ছবিতে গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ। প্রিয়াঙ্কার পিছনে সরে আসার বিষয়টি সম্পর্কে ফারহান আখতার বলেছেন, তেমন কোনও ব্যাপার নেই। প্রিয়াঙ্কার ডেট পাওয়া নিয়েও ছিল সমস্যা।

এবার বিশাল ভরদ্বাজের সঙ্গে সময় কাটালেন প্রিয়াঙ্কা। তাহলে কি বিশালের আগাম ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি? সেই জন্যই কি মার্কিন যুক্তরাষ্ট্র তাঁদের এই দেখা-সাক্ষাৎ?

এমনটা শোনা যাচ্ছে, ভবিষ্যতে নাকি শাহরুখ খানের সঙ্গে একটি ছবি তৈরি করবেন বিশাল। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে বিশাল পরিচালিত ‘খুফিয়া’। ছবিতে অভিনয় করেছেন তব্বু, ওয়ামিকা গাব্বি এবং আজমেরি হক বাঁধন।