AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir-Pakistani film: পাকিস্তানি ছবিতে কি অভিনয় করতে চলেছেন রণবীর?

Ranbir-Pakistani film: তাঁর বাবা ঋষি কাপুর পাকিস্তানের নায়িকা জিবা বখতিয়ারের সঙ্গে অভিনয় করেন। এবার কি তাঁর পালা?

Ranbir-Pakistani film: পাকিস্তানি ছবিতে কি অভিনয় করতে চলেছেন রণবীর?
রণবীর কি পাকিস্তানি ছবিতে অভিনয় করতে চলেছেন?
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 5:46 PM
Share

পাকিস্তানি ছবিতে (Pakistani film) আগামী দিনে কি অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে (Ranbir Kapoor) ? তাঁর বাবা ঋষি কাপুর পাকিস্তানের নায়িকা জিবা বখতিয়ারের সঙ্গে অভিনয় করেন। এবার কি তাঁর পালা? হঠাৎ কেন এমন প্রশ্ন উঠছে। আসলে সৌদি আরবে অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন রণবীর। সেখানেই একটি আলাপচারিতায় সিনেমা, পিতৃত্ব, কাজ নিয়ে কথা বলছিলেন। সেখানেই তাঁর কাছে প্রশ্ন রাখা হয়, তিনি কি পাকিস্তানি ছবিতে কাজ করতে চাইবেন। একজন পাকিস্তানি পরিচালক সরাসরি প্রশ্ন করেন, “এখন আমাদের সৌদি আরবের মতো একটি প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমরা যৌথভাবে সিনেমা করতে পারি, আমি আপনাকে একটি ছবিতে চুক্তিবদ্ধ করতে চাই। আপনি কি সৌদি আরবে আপনার টিমের সঙ্গে পাকিস্তানি টিমের সঙ্গে কাজ করতে ইচ্ছুক?”

এর উত্তরে রণবীর বলেন, “অবশ্যই করতে চাই স্যার। আমি মনে করি শিল্পীদের জন্য, বিশেষ করে শিল্পের জন্য কোন সীমানা হতে পারে না।এখানেই থামেননি কাপুর পরিবারের ছেলে। তিনি পাকিস্তানি সিনেমা ইন্ডাস্ট্রিকে অভিনন্দন জানিয়েছেন সেখানকার ছবি দ্য লেজেন্ড অফ মৌলা জাঠ‘-এর সাফল্যের জন্য। রণবীর যোগ করেছেন, “এই ছবি গত কয়েক বছরে আমাদের দেখা সবচেয়ে বড় হিটগুলির মধ্যে একটি। অবশ্যই, আমি পছন্দ করেছি।ফাওয়াদ খান এবং মাহিরা খান অভিনীত দ্য লিজেন্ড অফ মৌলা জাঠএই বছরের অক্টোবরে সিনেমা হলে মুক্তি পায়। ছবি বক্স অফিসে খুব ভাল ব্যবসা করেছিল।

বন্ধু পরিচালক লভ রঞ্জন পরিচালিত ছবিতে প্রথমবার শ্রদ্ধা কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন রণবীর। দুইজনের বাবা ঋষি এবং শক্তি কাপুর একসঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছিলেন। বিশেষ করে দুইজনের কমিক টাইমিং ছিল অনবদ্য। এবার ছেলেমেয়েরা প্রথমবার রোম্যান্টিক কমেডি ছবিতে অভিনয় করছেন। এই ছবি নিয়েও রণবীর আলোচনা করেন অনুষ্ঠানে। তিনি বলেন, “আমি জানি না এটি সম্ভবত আমার করা শেষ রোম্যান্টিক কমেডিগুলির মধ্যে একটি হতে চলেছে কারণ আমার বয়স বাড়ছে।রণবীরের বয়স যাই হোক, শ্রদ্ধার সঙ্গে তাঁর পর্দায় রসায়ন কেমন হবে তা নিয়ে আগ্রহ রয়েছে অনুরাগীদের। এই ছবি ছাড়াও প্রথমবার দক্ষিণের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমেল ছবিতে পাওয়া যাবে অভিনেতাকে। দক্ষিণেরই তারকা রশ্মিকা মনদানার সঙ্গেও প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন রণবীর। ছবির প্রথম ভাগের শুটিং শেষ করেছেন।