Shahid Kapoor Controversy: মীরা নয়, শাহিদের আরও এক বউ আছে, খবর ছড়াতেই যা করলেন অভিনেতা

Shahid Kapoor: শাহিদ কাপুরের জীবনে ভাইরাল হওয়া সম্পর্কের কথা? সেক্ষেত্রে করিনা কাপুরের নাম সবার আগে উঠে আসে। তবে এবার সামনে এল অন্য এক স্টারকিডের নাম।

Shahid Kapoor Controversy: মীরা নয়, শাহিদের আরও এক বউ আছে, খবর ছড়াতেই যা করলেন অভিনেতা

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 18, 2023 | 7:46 AM

শাহিদ কাপুর, এক কথায় বলতে গেলে বলিউডের হটকেক। কেবল পর্দার বিপরীতে নয়, সিনেপাড়াতেই তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা সোশ্যাল মিডিয়া পোস্ট। বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। নাচের ক্ষেত্রেও তাঁর সুনাম বর্তমান। সুপুরুষ এই স্টারকে তাই গোপনে মন দিয়েছেন অনেকেই। তাই বলে গোপনে প্রেম! দিনের পর দিন নাজেহাল হতে হয় শাহিদ কাপুরকে তাঁর এক ভক্তের জন্য। না, তিনি বাইরের কেউ নন, বরং সিনেপাড়ার অন্দরমহলের সদস্য। মীরা রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণের  কথা কম বেশি সকলেই জানেন। তাঁরা একে অন্যের সঙ্গে দিব্যি সংসার করছেন। আর রইল পরে শাহিদ কাপুরের জীবনে ভাইরাল হওয়া সম্পর্কের কথা, সেক্ষেত্রে করিনা কাপুরের নাম সবার আগে উঠে আসে।

তাই বলে আরও এক বিয়ে? শাহিদ কাপুরের জীবনে আরও এক নারীর প্রভাব ছিল বর্তমান। যদিও সেই সম্পর্কে রীতিমত মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে অভিনেতাকে। আর সম্পর্কের সংজ্ঞা কেবলই ভক্ত ও অভিনেতার মধ্যে থাকা সহজ সমীকরণ। তবে সেই সম্পর্ক যে এই পর্যায় পৌঁছে যাবে, তা প্রাথমিকভাবে বুঝতে পারেননি শাহিদ কাপুর। প্রয়াত অভিনেতা রাজ কুমারের মেয়ে ভস্তভিকা পন্ডিতের সঙ্গে তাঁর আলাপ হয় নাচের ক্লাসে।

স্টারকিডের সঙ্গে আলাপও হয় শাহিদের। প্রথম দেখাতেই শাহিদ কাপুরকে মন দিয়ে বসেছিলেন স্টারকিড। তারপর থেকেই ধীরে ধীরে শুরু হয় শাহিদের অস্বস্তি। বারে বারে শাহিদ কাপুরকে মুগ্ধ করার জন্য যা যা করতেন তিনি, তাতেই বেজায় সমস্যার মুখে পড়তে হতো শাহিদ কাপুরকে। শুটিং সেটে চলে যাওয়া, বিরোক্ত করা, কাজে সমস্যা সৃষ্টি করা, গাড়ির বোনেটে বসে থাকা প্রভৃতি চলতে থাকে দীর্ঘ দিন ধরে। একটা সময় তিনি শাহিদ কাপুরকে পেতে শাহিদের ঠিক পাঠের বাড়িতে থাকতে শুরু করেন ও সকলকে জানিয়ে দেন যে তিনি শাহিদ কাপুরের স্ত্রী। এবার আর নিজেকে সামলে রাখতে পারেননি শাহিদ কাপুর। বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতা।