Low Occupancy: প্রথমদিনে হল ভরল মাত্র ১৫ শতাংশ, ‘লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষাবন্ধন’ নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ বলিউডের আকাশে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 11, 2022 | 6:18 PM

Bollywood Films: বিষয়টিকে চিন্তার বলে মনে করছেন সমালোচক ও নির্মাতারা। দুটি ছবিই প্রথমদিনের হল বুকিংয়ের নিরিখে আশানুরূপ ফল দেখাতে পারেনি। আগামীতে কী হবে ভেবেই চিন্তায় নির্মাতারা...

Low Occupancy: প্রথমদিনে হল ভরল মাত্র ১৫ শতাংশ, লাল সিং চাড্ডা ও রক্ষাবন্ধন নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ বলিউডের আকাশে
আমির খান ও অক্ষয় কুমার।

Follow Us

হিন্দি ছবিকে উচ্চতার অন্য মাত্রায় নিয়ে যেতে পারত যে দুটি ছবি—’লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষাবন্ধন’—প্রথম দিনে সেরকম ভাবে হল ভরাতে পারল না। মাত্র ১৫ শতাংশ হল ভরেছে দর্শকের উপস্থিতিতে। বিষয়টিকে চিন্তার বলে মনে করছেন সমালোচক ও নির্মাতারা। দুটি ছবিই প্রথমদিনের হল বুকিংয়ের নিরিখে আশানুরূপ ফল দেখাতে পারেনি। মাত্র ১২-২০ শতাংশ অ্যাডভান্স বুকিং হয়েছিল শোয়ের। বুধবারই ফিল্মের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি টুইট করে জানিয়েছিলেন, সুন্দর ও রোজ়ি ছবি আঁকা বন্ধ হোক। এখন বাস্তবের মুখোমুখি হওয়ার পালা। ‘লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষাবন্ধন’-এর অ্যাডভান্স বুকিংয়ের চিত্রটাই আশানুরূপ নয়। প্রত্যাশা থেকে অনেকটাই কম। স্পট বুকিং, ওয়াক-ইন অডিয়েন্স ও ওয়ার্ড অফ মাউথের বিচারে বিষয়টা প্রত্যাশা অনুযায়ী নয়।

বুকিং অফিস ইন্ডিয়া ডট কমের নিরিখেও এই দুই ছবির অ্যাডভান্স বুকিংয়ের পরিমাণ কম। প্রথমদিনে অনেক কম সংখ্যক দর্শক হলে গিয়ে ছবিটি দেখেছেন। দিল্লির এক এগহিবিটর বলেছেন, “মাল্টিপ্লেক্সে ‘লাল সিং চাড্ডা’ দেখতে আসা দর্শকের সংখ্যা ১৫ থেকে ২০ শতাংশ। ‘রক্ষাবন্ধন’-এর দর্শক সংখ্যা আরও কম। মাত্র ১২ শতাংশ। বিষয়টি খুবই হতাশাজনক।”

অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষাবন্ধন’ মুক্তি পেয়েছে আজ, ১১ অগস্ট। আজই ‘রক্ষাবন্ধন’ উৎসব পালিত হচ্ছে গোটা দেশে। প্রত্যাশা ছিল, দর্শক হলে এসে ছবিটি দেখবেন প্রথম দিনেই। কিন্তু তেমনটা হয়নি। অনেকের অনুমান, ‘ভুল ভুলাইয়া ২’ থেকেও খারাপ ফলাফল করবে ‘রক্ষাবন্ধন’। কিন্তু পরবর্তীদিনে ‘লাল সিং চাড্ডা’ হয়তো তুলনায় ভাল ফল করবে বলে আশা করছেন ইন্ডাস্ট্রির একাংশ।

অনেকদিন পর আমির খানের একটি ছবি মুক্তি পেল সিনেমা হলে। হলিউডের ছবি, টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’-এর বলিউড সংস্করণ এই ছবি। বহুদিন ধরে ছবির শুটিং চলেছে। কলকাতাতেও শুটিং হয়েছে। আমির ছাড়াও ছবিতে অভিনয় করেছেন করিনা কাপুর খান। অভিনেত্রীর দ্বিতীয় সন্তান জেহর জন্মের আগেই অন্তঃসত্ত্বা অবস্থায় ছবিতে কাজ করেছিলেন করিনা। এটি দক্ষিণী অভিনেতা, নাগার্জুনার পুত্র ও সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর বলিউড ডেবিউ। ১৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ছবি। অক্ষয় কুমারের ‘রক্ষাবন্ধন’ তৈরি হয়েছে ৭০-৯০ কোটি টাকা খরচে।

Next Article