Janhvi Kapoor: প্রাক্তন প্রেমিকের কাছেই ফিরে গেলেন জাহ্নবী? ভাইরাল ভিডিয়ো নিয়ে তুঙ্গে আলোচনা

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 18, 2022 | 11:54 AM

Janhvi Kapoor: শিখর পাহাড়িয়া-- এই নামই এখন ট্রেন্ডিং জাহ্নবী কাপুরের জীবনে। সম্পর্কে তিনি অভিনেত্রী প্রাক্তন প্রেমিক।

Janhvi Kapoor: প্রাক্তন প্রেমিকের কাছেই ফিরে গেলেন জাহ্নবী? ভাইরাল ভিডিয়ো নিয়ে তুঙ্গে আলোচনা
ভাইরাল ভিডিয়ো নিয়ে তুঙ্গে আলোচনা

Follow Us

শিখর পাহাড়িয়া– এই নামই এখন ট্রেন্ডিং জাহ্নবী কাপুরের জীবনে। সম্পর্কে তিনি অভিনেত্রী প্রাক্তন প্রেমিক। তবে হালফিলের খবর বলছে, প্রাক্তনের কাছেই নাকি আবার ফিরে গিয়েছেন শ্রীদেবীর বড় মেয়ে। সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।দিল্লিতে এক অনুষ্ঠানে হাজির ছিলেন জাহ্নবী। তবে তিনি একা নন, হাজির ছিলেন শিখরও। আর তাতেই তুঙ্গে ওঠে জল্পনা। শুধু কি তাই? সম্প্রতি মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন জাহ্নবী। সেখানেও তাঁর সঙ্গী ছিলেন শিখর। সমুদ্রের তীরে ভালবাসা হয়তো ফিরে পেয়েছেন তাঁরা– মনে করছেন জাহ্নবীর অনুরাগীরা।

জাহ্নবীর প্রাক্তন প্রেমিক ছাড়াও এই শিখরের আরও এক পরিচয় রয়েছে। তিনি সম্পর্কে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীও সুশীলকুমার শিন্দের নাতি। এই শিখরের আবার এক ভাইও রয়েছে। তাঁর নাম বীর পাহাড়িয়া। এই বীরকে আবার এক সময় ডেট করেছিলেন সারা আলি খান। বর্তমানে সারার জীবনে দেখা মিলেছে ক্রিকেটার শুভমন গিলের। আর শিখরের জীবনে কি আবারও ফিরে এলেন জাহ্নবী? সে উত্তর অবশ্য রয়েছে সময়ের হাতেই। জাহ্নবী কাপুর (Janhvi Kapoor )ডেবিউ করার পর থেকেই একের পর এক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কখনও তিনি দেখতে কেমন আবার কখনও বা তাঁর অভিনয় এসেছে নেটিজেনদের আতসকাচে– জাহ্নবী দমে যাননি। চালিয়ে গিয়েছেন অভিনয়। এই মুহূর্তে স্টারকিডদের তালিকায় অন্যতম সফল তিনি, একই সঙ্গে বোল্ডও বটে। মা শ্রীদেবী, ভারতের বিনোদন জগতের প্রথম মহিলা সুপারস্টার। মায়ের সঙ্গে এই ক্রমাগত তুলনা নিয়েই সম্প্রতি মুখ খুলেছিলেন তিনি।

জাহ্নবী বলেন, “যারা আমায় নিয়ে উচ্চাশা করেন তাঁদের আমি দোষ দিতে পারি না। আমি তাঁদের সেই সব আশা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। হতে পারে আমায় মায়ের মতো গুণ বা রূপ কিছুই নেই। কিন্তু আমার ইউএসপি হল আমার কঠোর পরিশ্রম। আমি জানি আমায় ঠিক কোথা পৌঁছতে হবে।” জাহ্নবী যোগ করেন, “অভিনয়ই এমন একটা জিনিস যা আমার জীবনের প্রধান চালিকাশক্তি। তারা ছোঁয়া চেষ্টা আমি চালিয়ে যাব। কেন আমি চাইব যে তুলনা বন্ধ হোক? যদি আমায় কেউ মায়ের সঙ্গে তুলনা করে আমি কেন রেগে যাব? এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটির সঙ্গে আমার তুলনা টানা হচ্ছে। আর এভাবেই আমাকেও সেই সেরা মানুষটি হতে তাঁরা আমায় উদ্বুদ্ধ করছেন। তারার কাছাকাছি পৌঁছে যাওয়ার সাহস জোগাচ্ছে। আকাশই আমার লক্ষ্য।” সম্পর্ক নিয়ে মুখ না খুললেও কাজ নিয়ে সর্বদাই তৎপর অভিনেত্রী। হাতেও রয়েছে বেশ কিছু ছবি।

Next Article