বর্ষা নামতেই রুদ্র মূর্তী ধারন করেছে বিভিন্ন নদনদী। দেশের বিভিন্নপ্রাপ্ত থেকে উঠে আসছে বন্যার খবর। বিশেষ করে ক্ষতিগ্রস্থ হয়েছে পাহাড়ি অঞ্চল। তালিকা থেকে বাদ পড়েনি রাজধানী দিল্লিও। যমুনার জল বইছে বিপদ সীমার ওপর থেকে। বিপত্তিতে জনজীবন। এমনই পরিস্থিতিতে বিপাকে পড়তে হল জাহ্নবী কাপুর ও তাঁর টিমকে। টানা বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় ছবি উলঝকে। জাহ্নবী কাপুরের আগামী এই ছবির বেশ কিছুটা অংশ শুটিং হওয়ার কথা ছিল দিল্লিতে। সেই মতো পরিকল্পনাও হয়ে গিয়েছিল আগে থেকে। ১০ জুন শুরু হওয়ার কথা ছিল এই ছবির শুটিং। জাহ্নবী কাপুর সেই মতো পরিকল্পনাও শুরু করে দিয়েছিলেন। তবে বন্যা পরিস্থিতির জন্য জাহ্নবী কাপুরকে পিছিয়ে দিতে হল ছবির শুটিং। এখন দিন ১৫ এই ছবির কাজ নিয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া হবে না বলেই সূত্রের খবর।
এই ছবির বেশ কিছুটা অংশ দিল্লির বিভিন্ন জায়গায় শুট করার কথা ছিল। লাল কেল্লা থেকে শুরু করে কুতুব মিনার, লাজপত নগর মার্কেট, পুরোনো দিল্লি প্রভৃতি জায়গায়। তবে বর্তমানে সুরক্ষার কথা মাথায় রেখে এই ছবির কাজ পেছনো ছাড়া আর কোনও উপায় রইল না। সেই কারণেই এবার অপেক্ষার পালা শুরু। পরিস্থিতি স্বাধাবাকি হলেই আবার শুরু হবে ছবির কাজ। তবে বেশ কিছুদিন নষ্ট হওয়ায় সিডিউল কাজ অনেকটাই পিছিয়ে গেল জাহ্নবী কাপুরের।
বর্তমানে জাহ্নবী কাপুর বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত। তবে কেরিয়ারে সুপার হিট ছবি এখনও পর্যন্ত উপহার দিয়ে উঠতে পারেননি জাহ্নবী কাপুর। শ্রীদেবী কন্যা হলেও দিন দিন যেন বলিউডে কমছে তাঁর কদর। বড়বড় ছবির অফার একচেটিয়া দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট কিংবা কিয়ারা আডবাণীর দখলেই থেকে যাচ্ছে। অন্যদিকে অন্যনা পাণ্ডে, সারা আলি খানও বেশ ভাল ছবির প্রস্তাব পেলেও, মনের মতো চিত্রনাট্য এখনও খুঁজছেন জাহ্নবী, জানিয়েছিলেন, গাঙ্গুবাঈ-এর মতো কোনও চরিত্রের খোঁজে রয়েছেন তিনি।