শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী: মায়ের লেখা চিঠি শেয়ার করলেন জাহ্নবী

জাহ্নবী বরাবরই প্রাইভেট পার্সন। ব্যক্তিগত খুশি, আনন্দ, দুঃখ কোনওটা নিয়েই প্রকাশ্যে খুব একটা কথা বলতে স্বচ্ছন্দ নন তিনি। মা চলে যাওয়ার পর একাকীত্ব ঘিরে ধরেছিল তাঁকে।

শ্রীদেবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী: মায়ের লেখা চিঠি শেয়ার করলেন জাহ্নবী
শ্রীদেবী এবং জাহ্নবী।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 24, 2021 | 2:16 PM

তিন বছর হয়ে গেল মা নেই। এই তিন বছরে প্রতিটি দিনই, মায়ের কথা মনে পড়েছে তাঁর। যে কোনও ঘটনায় মনে হয়েছে, মা থাকলে কী বলত…। মাকে হঠাৎই হারিয়ে দিশেহারা অবস্থা হয়ে গিয়েছিল তাঁর। সেই পরিস্থিতি সামলে উঠেছেন বটে। তবে মনখারাপ এখনও রয়েই গিয়েছে। তিনি অর্থাৎ বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। আজ জাহ্নবীর মা অর্থাৎ শ্রীদেবীর (Sridevi) তৃতীয় মৃত্যুবার্ষিকী।

২০১৮-এর ২৪ ফেব্রুয়ারি দুবাইতে প্রয়াত হয়েছিলেন শ্রীদেবী। জাহ্নবীর অভিনয় তিনি দেখে যেতে পারেননি। মাকে মনে রেখে, আজ মায়ের লেখা একটা চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাহ্নবী। শ্রীদেবী চিঠিতে মেয়েকে লিখেছিলেন, ‘লাব্বু, তোকে ভালবাসি। পৃথিবীতে সেরা সন্তান তুই।’ মায়ের এই চিঠি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে জাহ্নবী লিখেছেন, ‘মিস ইউ’।

জাহ্নবী বরাবরই প্রাইভেট পার্সন। ব্যক্তিগত খুশি, আনন্দ, দুঃখ কোনওটা নিয়েই প্রকাশ্যে খুব একটা কথা বলতে স্বচ্ছন্দ নন তিনি। মা চলে যাওয়ার পর একাকীত্ব ঘিরে ধরেছিল তাঁকে। বলিউডে কেরিয়ার শুরু করার জন্য মায়ের কাছেই তালিম নিচ্ছিলেন তিনি। হঠাৎই মাথার উপর থেকে ছাতা সরে যায় তাঁর। যদিও মায়ের দেখানো পথেই হেঁটেছেন। ধীরে ধীরে অভিনয় দক্ষতায় নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন বি-টাউনে। তবে তাঁর এই সাফল্য যে মা দেখে যেতে পারলেন না, তা নিয়ে দুঃখ থেকে যাবে আজীবন।

আরও পড়ুন, বেনারসীতে সেজে শ্রুতি লিখলেন ‘কিয়ানের বউ’!

জাহ্নবীর পথেই এবার বলিউডে কেরিয়ার শুরু করতে চলেছেন তাঁর বোন খুশি কাপুর। দিন কয়েক আগে বনি কাপুর সাংবাদিকদের সেই কথা জানিয়েছেন। মায়ের অনুপস্থিতিতে দিদি হিসেবে খুশিকে আগলে রাখা যেন জাহ্নবীরই দায়িত্ব। আজকের দিনে সে কথা আরও বেশি করে মনে হচ্ছে অভিনেত্রীর।