Janhvi Kapoor: না জানিয়েই জীবনের বড় সিদ্ধান্ত জাহ্নবীর! বাবা প্রমাণিত হলেন ‘মিথ্যেবাদী’

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 14, 2023 | 8:50 AM

Janhvi Kapoor: বনির দাবিকে কার্যত নস্যাৎ করে বাজারে এসেছে নতুন খবর। হ্যাঁ, দক্ষিণী দুনিয়ায় ডেবিউ হচ্ছে তাঁর।

Janhvi Kapoor: না জানিয়েই জীবনের বড় সিদ্ধান্ত জাহ্নবীর! বাবা প্রমাণিত হলেন মিথ্যেবাদী
না জানিয়েই জীবনের বড় সিদ্ধান্ত জাহ্নবীর! বাবা প্রমাণিত হলেন 'মিথ্যেবাদী'

Follow Us

মা শ্রীদেবী প্রয়াত হওয়ার পর থেকে বাবাকে না জানিয়ে কোনও কাজই করেন না জাহ্নবী কাপুর। বি-টাউনে রটনা অন্তত তেমনটাই। তবে এবার মেয়ে জাহ্নবীর কারণেই তামাম দুনিয়ার কাছে বনি কাপুর প্রমাণিত হলেন মিথ্যেবাদী হিসেবে। কিছু দিন আগে গলা উঁচু করে যা দাবি করেছিলেন, তা যেন ভেঙে গেল এক ঝটকায়। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, এক সুপারস্টারের বিপরীতে দক্ষিণী ছবিতে কাজ করতে চলেছেন জাহ্নবী। এ নিয়ে জাহ্নবীকে প্রশ্ন করা হলে তিনি চুপ ছিলেন। তবে মুখ খুলেছিলেন বনি। জানিয়েছিলেন তাঁর মেয়েকে নিয়ে অযথা যেন মিথ্যে রটনা না হয়। এও দাবি করেছিলেন, মেয়ে যদি দক্ষিণী ছবির অফার পেতেন, তবে নিশ্চয়ই তিনি জানতেন। তাই যা রটেছে তা ভুয়ো বলেই দাবি করেন তিনি। এমনকি টুইটেও তিনি লেখেন, “মিডিয়ার বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই, আমার কন্যা জাহ্নবী কোনও ধরনের তামিল ছবি করার প্রতিশ্রুতি দেয়নি। ফলে এই নিয়ে কোনও ধরনের মিথ্যা রটনা হোক, আমি তা চাই না।”

যদিও বনির দাবিকে কার্যত নস্যাৎ করে বাজারে এসেছে নতুন খবর। হ্যাঁ, দক্ষিণী দুনিয়ায় ডেবিউ হচ্ছে তাঁর। বিপরীতে কে থাকছেন জানেন? দেখা যাবে জুনিয়র এনটিআরকে। ছবিটি পরিচালনা করবেন কোরাতালা শিব। আগামী মাসেই শুরু হবে ছবির শুটিং। প্রশ্ন হল, তবে কি বাবাকে না জানিয়েই সিদ্ধান্ত নিচ্ছেন জাহ্নবী? নাকি মেয়ে বারণ করায় খবর দিতে চাননি বনি। কারণ, যাই হোক না কেন, আমজনতার কাছে বনি হয়ে গিয়েছেন মিথ্যেবাদী।
শ্রীদেবীর মেয়ে হওয়ার বরাবরই জাহ্নবীকে নিয়ে মায়ের সঙ্গে তুলনা চলছে, আজও চলছে। মেয়ের ডেবিউ ছবি দেখে যেতে পারেননি শ্রীদেবী। ‘ধড়ক’ মুক্তি পাওয়ার কিছু দিন আগেই রহস্যজনক ভাবে মৃত্যু হয় তাঁর। তবে তিনি জেনে গিয়েছিলেন, মেয়ে অভিনেত্রী হতে চান। জেনে গিয়েছিলেন মেয়ের প্রথম ছবির শুটিংয়ের কথাও। শ্রীদেবী ছিলেন দূরদর্শী। তিনি জানতেন তাঁর সঙ্গে মেয়ের তুলনা টানা হবেই। জাহ্নবীকে বলেছিলেন, “মানুষ আমার ৩০০টি ছবির সঙ্গেই তোমার প্রথম ছবির তুলনা টানবে। ব্যাপারটা কী ভাবে নেবে তুমি?” উত্তর দিয়েছিলেন জাহ্নবী। বলেছিলেন,” আমি জানি ব্যাপারটা অনেক কষ্টসাধ্য হবে। কিন্তু আমি এও জানি যদি আমি অভিনয় না করি তবে সারাজীবন আমার এই কষ্ট রয়ে যাবে।”

 

 

Next Article