Nayanthara: আইনি হুশিয়ারি নয়নতারার; অ্যাটলির সঙ্গে তাঁর ঝগড়ার রটনা নিয়ে বেজায় চটেছেন অভিনেত্রী

Atlee Kumar: 'জওয়ান' ছবির প্রধান নায়িকার নাম নয়নতারা। কিছুদিন আগে জানা যায়, নয়নতারা নাকি ভয়ানক চটেছেন ছবির পরিচালক অ্যাটলির উপর। ছবি মুক্তির পর তাঁর নাকি টনক নড়েছে - বলিউড তাঁর জন্য নয়। এর কারণ, 'জওয়ান' ছবিটিই।

Nayanthara: আইনি হুশিয়ারি নয়নতারার; অ্যাটলির সঙ্গে তাঁর ঝগড়ার রটনা নিয়ে বেজায় চটেছেন অভিনেত্রী
নয়নতারা।

| Edited By: Sneha Sengupta

Sep 22, 2023 | 2:59 PM

মুক্তির অল্পদিনের মাথাতেই ৫০০ কোটি টাকার ব্যবসা করে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’। এটি দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের প্রথম বলিউড ছবি। তাতে তিনি কাস্ট করেছিলেন দক্ষিণের সুপারস্টার নয়নতারাকে। কিছুদিন আগে জানা যায়, নয়নতারা নাকি ভয়ানক চটেছেন অ্যাটলির উপর। ছবি মুক্তির পর তাঁর নাকি টনক নড়েছে – বলিউড তাঁর জন্য নয়। এর কারণ, ‘জওয়ান’ ছবিটিই।

‘জওয়ান’ তৈরি হওয়ার সময় থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন নয়নতারা। ছবিতে শাহরুখের নায়িকা হিসেবে লাইমলাইট কুড়িয়েছিলেন তিনি। কিন্তু ছবি মুক্তির আগে জানা যায়, ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন। তারপর ছবি মুক্তির পর দেখা যায়, কেবল ক্যামিও নয়, তিনি রয়েছেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রেই। ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখ, বাবা এবং ছেলে উভয়তেই। বাবা শাহরুখের বিপরীতে কাস্ট করা হয় দীপিকাকে। অনেকখানি উপস্থিতি তাঁর। কেবল তাই নয়। শাহরুখের ‘গার্ল গ্যাং’-এরও অনেকটা উপস্থিতি। সেই তুলনায় নয়নতারাকে জায়গা দেওয়া হয়নি এবং সেই কারণেই বেজায় চটেছেন অভিনেত্রী। তিনি নাকি ঘনিষ্ঠ মহলে সাফ জানিয়ে দিয়েছেন, আর কোনও বলিউড ছবিতে কাজ করবেন না ভবিষ্যতে। এমনকী, ‘জওয়ান’-এর সাকসেস পার্টিতেও দেখা যায়নি তাঁকে। তিনি নাকি এও জানিয়েছেন, অ্য়াটলির সঙ্গেও আর কোনওদিন কাজ করবেন না কোনও ছবিতে। ছবির প্রধান নায়িকা হিসেবে দেখা গিয়েছিল কেবল দীপিকাকেই।

এ সবের পর সমস্ত রটনাকে ফুৎকারে উড়িয়েছেন দক্ষিণী অভিনেত্রী। অ্যাটলি কুমারের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন নয়নতারা। ইনস্টা স্টোরিতে তিনি লিখেছেন যে, অ্যাটলি কুমারের সাফল্যে তিনি খুশি। তাঁর এই পোস্টই রটনার অবসান ঘটিয়েছে। আম্বানির গণেশ পুজোতেও ‘জওয়ান’-এর টিমের সঙ্গে গিয়েছিলেন অ্যাটলি। হুশিয়ারি দিয়েছেন এই ধরনের মিথ্যা রটনা করলে তিনি আইনি পদক্ষেপ নেবেন।