Ridhi Dogra: শাহরুখের চেয়ে বেশি বয়সি পালিত মা নয়, ‘জওয়ান’-এ রিধি অভিনয় করতে চেয়েছিলেন নায়িকার চরিত্রে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 28, 2023 | 8:21 PM

Jawan: 'জওয়ান'-এর জন্য চর্চিত হয়েছেন অভিনেত্রী রিধি ডোগরা। কেন শাহরুখের থেকে এত কম বয়স হওয়া সত্ত্বেও তাঁকে কিং খানের মাতৃস্থানীয় চরিত্র দেওয়া হল, তাই নিয়ে বিস্তার আলোচনাও হয়েছে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে নিন্দুকেরাও। কিন্তু চরিত্র তো চরিত্রই হয়। একজন অভিনেতাকে কোন চরিত্রে কাস্ট করা হবে, তা নির্ভর করে পরিচালকের উপর। এবং সেই চরিত্র পর্দায় কতখানি ফুটিয়ে তোলা যাবে, তা নির্ভর করে অভিনেতার উপর।

Ridhi Dogra: শাহরুখের চেয়ে বেশি বয়সি পালিত মা নয়, জওয়ান-এ রিধি অভিনয় করতে চেয়েছিলেন নায়িকার চরিত্রে
(বাঁ দিকে) রিধি ডোগরা; নয়নতারা।

Follow Us

যাঁরা ‘জওয়ান’ ছবিটি দেখেছেন, তাঁরা জানেন কাবেরি আম্মা কে? ছবির বিক্রম রাথোরের ছেলে আজ়াদের (অর্থাৎ, ছবিতে দ্বৈত চরিত্রে শাহরুখ খান। ছেলে এবং বাবা দুই চরিত্রেই শাহরুখ। ‘বাবা’ শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোন। ছেলে শাহরুখের নাম আজ়াদ) পালিত মা কাবেরি আম্মা। আজ়াদ যখন বড় হয়, কাবেরি আম্মার চুলেও পাক ধরে। শাহরুখ খানের থেকে বয়সে অনেক কম হওয়া সত্ত্বেও, কাবেরি আম্মার চরিত্রে কাস্ট করা হয় রিধি ডোগরাকে। রিধির কাজ প্রশংসিত হয়।। ‘জওয়ান’-এর জন্য চর্চিত হয়েছেন তিনি। কেন শাহরুখের থেকে এত কম বয়স হওয়া সত্ত্বেও তাঁকে কিং খানের মাতৃস্থানীয় চরিত্র দেওয়া হল, তাই নিয়ে বিস্তার আলোচনাও হয়েছে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে নিন্দুকেরাও। কিন্তু চরিত্র তো চরিত্রই হয়। একজন অভিনেতাকে কোন চরিত্রে কাস্ট করা হবে, তা নির্ভর করে পরিচালকের উপর। এবং সেই চরিত্র পর্দায় কতখানি ফুটিয়ে তোলা যাবে, তা নির্ভর করে অভিনেতার উপর। সেদিক থেকে দেখতে গেলে, রিধি ভালো অভিনয় করেছেন। ‘জওয়ান’-এর জন্য পরপর সাক্ষাৎকার দিয়ে চলেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকার পর্বে রিধিকে জিজ্ঞেস করাহয়, ‘জওয়ান’-এ কাবেরি আম্মার চরিত্র বাদ দিলে আর কি কোনও চরিত্র ছিল, যা তিনি করতে চেয়েছিলেন? উল্লেখ্য, একাধিক নারী চরিত্র ছিল ‘জওয়ান’ ছবিতে। রিধি উত্তর দিয়েছিলেন, একটি চরিত্র ছিল, যা তিনি করতে চেয়েছিলেন। রিধি বলেছিলেন, “সেই চরিত্রটি কী জানলে আপনারা সকলেই আটকে উঠবেন। বিশেষ করে তাঁরা রেগে যেতে পারেন, যাঁরা সেই অভিনেত্রীর অন্ধ ভক্ত।”

এরপর রিধি নাম নিয়েছিলেন অভিনেত্রী নয়নতারার। আজ্ঞে, ‘জওয়ান’ ছবিতে কাবেরি চরিত্র ছাড়া নর্মদা রাওয়ের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন রিধি। তিনি বলেছেন, “নয়নতারার ভক্তরা হয়তো চটে যাবেন আমার উপর। সত্যি! ছবিতে নর্মদা চরিত্রটি আমার খুব ভাল লেগেছিল। তাঁর জায়গায় যদি আমাকে কাস্ট করা হত, দারুণ পারফর্ম করার চেষ্টা করতাম।”

৭ই সেপ্টেম্বর মুক্তি পায় ‘জওয়ান’। বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ছবি। তা একাধিক ভাষায় দেখেছেন দর্শক। ইতিমধ্যেই ১০০০ কোটি টাকার ব্যবসাও করে ফেলেছে কিং খানের এ বছরের দ্বিতীয় রিলিজ়।

Next Article