Jaya Bachchan: হাতে-মাথায় বাঁধাকপি নিয়ে ফটোশুট জয়া বচ্চনের, হতাবাক নেটিজেন, ‘হলটা কী’?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jun 06, 2023 | 4:45 PM

Jaya Bachchan: দুই হাতে বাঁধাকপি, মাথাতেও বাঁধাকপি... জয়া বচ্চনের হলটা কী? এক পুরনো ফটোশুট হঠাৎ করেই ভাইরাল এই বর্ষীয়ান অভিনেত্রী। ভাইরাল হতেই হাসির রোল।

Jaya Bachchan: হাতে-মাথায় বাঁধাকপি নিয়ে ফটোশুট জয়া বচ্চনের, হতাবাক নেটিজেন, হলটা কী?
জয়া বচ্চন।

Follow Us

 

দুই হাতে বাঁধাকপি, মাথাতেও বাঁধাকপি… জয়া বচ্চনের হলটা কী? এক পুরনো ফটোশুট হঠাৎ করেই ভাইরাল এই বর্ষীয়ান অভিনেত্রী। ভাইরাল হতেই হাসির রোল। এক জনপ্রিয় ম্যাগাজিনের জন্য ওই শুট করেছিলেন জয়া। সে ১৯৭২ সালের কথা। ল্যাভেন্ডার শাড়িতে নিজেকে মুড়ে পোজ দিয়েছিলেন জয়া। খোলা চুল, মুখে মিষ্টি হাসি, কিন্তু তাঁর দুই হাতে ধরা বাঁধাকপি। এর পরের ছবিতে সেই বাঁধাকপিকেই আবার দু’হাতে ভাগ করা। তারও পরের ছবিতে বাঁধাকপি হাতে ও মাথায় নিয়ে পোজ দিচ্ছেন তিনি। শুধু কি তাই? ক্যাপশনে লেখেন, “আমার হৃদয় বাঁধাকপির মতো। দুটি ভাগে তা বিভক্ত। পাতাটা অন্যকে দিলাম আর হৃদয় দিলাম তোমাকে।” তা দেখেই নেটিজেনদের একটা বড় অংশ লেখেন, “জয়া জি এটা কি কোনওভাবে একটি পোজ হতে পারে? ছবিতে দেখা যাচ্ছে জয়া বচ্চন হাসছেন। তা দেখেই অনেকেরই রসিক মন্তব্য, “জয়াজি হাসতেও পারেন?”

 

সাংবাদিকদের সঙ্গে মাঝেমধ্য়েই বিতর্কে জড়ান জয়া বচ্চন (Jaya Bachhan)। বদমেজাজি, রুক্ষ স্বভাবের জন্য বলিউডে বেশ পরিচিতি আছে তাঁর। প্রায়শই মেজাজ হারান। প্রকাশ্যেই পাপারাৎজিদের সঙ্গে খারাপ ব্যবহার করে বসেন। সেই সব ভিডিয়ো ভাইরালও (Viral) হয় সোশ্য়াল মিডিয়ায়। বলিউডের (Bollywood) অন্দরে কান পাতলেই শোনা যায় ভীষণ মুডি মিসেস বচ্চন। এ নিয়ে অতীত মুখ খুলেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে একবার জয়া বলেন, “কেউ যদি আমার সামনে ভুল কিছু করে, আমি তা দেখে চুপ করে থাকতে পারি না। আমি উত্তর দেবই। আমি আগে থেকে প্ল্যান করে কিছু করতে পারিনা। যা বলব বা করব সব সামনা-সামনি।” তিনি আরও বলেন, “লোকজনের বোকামির জন্য আমার কাছে সময় নেই। যদি আমার, আপনার থেকে কিছু শেখার হয় আমি নিশ্চই শিখব। তখন আমায় আর বদমেজাজি মনে হবে না। তবে কোনও বোকামির জন্য আমি মেনে নেব না আর তার জন্য সময়ও নেই আমার। আমি বদমেজাজি হিসেবেই ঠিক আছি। কেউ অযথা আমার মূল্যবান সময় নষ্ট করবে তা মেনে নেব না।”

 

 

 

Next Article