শনিবার ছবির শুটিং শেষ করল ‘উমা’ ছবির গোটা টিম। নির্মাতারা একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োয় ছবির সব চরিত্রদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তাঁরা। ছবিতে কাজল আগরওয়াল ছাড়াও অভিনয় করেছেন টিনু আনন্দ, হর্ষ ছায়া, মেঘনা মল্লিক, গৌরব শর্মা, শ্রীস্বরা ও আয়োশি তালুকদার।
জুলাই মাসের ৬ তারিখ কলকাতায় ছবির শুটিং শুরু করেছিল ‘উমা’। করোনাকালের সমস্ত বিধিনিষেধ মেনেই চলেছিল শুটিং। ছবিতে নিজের চরিত্রটি করার পর সেখান থেকে বেরোতে পারছেন না অভিনেত্রী। জানিয়েছেন, “উমায় কাজ করার অনন্য অভিজ্ঞতা হয়েছে আমার। আমার পরিচালক তথাগত সিনহা, প্রযোজক অভিষেক ঘোষ, শিল্পীরা, কলাকুশলীরা সকলেই অনবদ্য। কিছু চরিত্র আছে, যেটা সারাজীবন বহন করে নিয়ে যেতে হয়। উমায় আমার চরিত্রটিও ঠিক সেরকমই। সারাজীবন আমি বহন করে নিয়ে যাব।”
ছবির নাম ‘উমা’ শুনে অনেকেরই মনে হয়েছিল, মা দুর্গা কিংবা দুর্গা পুজোকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবির চিত্রনাট্য। কিন্তু আদতেও তা নয়। ‘উমা’ নিঃসন্দেহে আনন্দের ছবি। পরিবারের সকলের একসঙ্গে বসে দেখার ছবি। ছবির প্রেক্ষাপটে রয়েছে বিয়ের সিকোয়েন্স। সেই বিয়েতেই একত্রিত হয় পরিবারের সদস্যরা। তখনই আগমন ঘটে আগন্তুক উমার। সেই চরিত্রেই দেখা যাবে কাজল আগরওয়ালকে।
কাজল মূলত দক্ষিণী ছবিতেই অভিনয় করেন। কিন্তু তাঁকে দেখা যায় ‘সিংগাম’, ‘স্পেশ্যাল ২৬’-এর মতো হিন্দি ছবিতেও। এবার ‘উমা’তেও কাজ করলেন তিনি। আরও অনেক ছবির শুটিং করা বাকি তাঁর। যেমন ‘কিটি’, ‘হে সিনানিকা’, ‘ইন্ডিয়ান ২’ ও ‘আচার্য’।
আরও পড়ুন: Radindranath Tagore: সিনেমাতেও রবি-গল্প! এমনই ৬ সিনেমার তালিকা দেখুন