Shahrukh Khan Kajal: কাজলকে কাঁধে তুলতে গিয়েই যত বিপত্তি শাহরুখের, DDLJ-র অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 31, 2023 | 1:50 PM

DDLJ: শাহরুখ-কাজলের এই অজানা কাহিনী বর্তমানে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। 'দিল ওয়ালে দুলহনিয়া সে জায়েঙ্গে' একসময় বক্সঅফিস কাঁপিয়েছিল। শুধু তখনই নয়, এখনও এই ছবি আলোচনায় উঠে আসে।

Shahrukh Khan Kajal: কাজলকে কাঁধে তুলতে গিয়েই যত বিপত্তি শাহরুখের, DDLJ-র অজানা তথ্য ফাঁস করলেন অভিনেত্রী
শাহরুখ -কাজল

Follow Us

বলিউডের অন্যতম আইকনিক জুটি হল শাহরুখ খান ও কাজল। ৯০ দশকে তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শক মনে আজও তাজা। তরুণ প্রজন্মের প্রেমে বারবার উঠে আসে শাহরুখ-কাজল অভিনীত নানা প্রেমের গান। বর্তমানে ইন্ডাস্ট্রির নতুন অভিনেত্রীদের সঙ্গে বাদশাহ জুটি বাঁধলেও, তাঁর পাশে কাজলের জায়গাটা বোধ হয় এখনও কেউ ছাপিয়ে যেতে পারেননি। এবার শাহরুখের সঙ্গে ‘দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির শুটিং-এর এক অজানা কাহিনী শেয়ার করলেন কাজল।

‘ডিডিএলজে’-এর মতো ছবির কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সর্ষের খেতের মধ্যে শাহরুখের সেই সিগনেচার পোজ, আজও মনে রেখেছেন দর্শক। এই ছবির পোস্টারটির কথা মনে আছে? শাহরুখ কে কাঁধে তুলে নিয়েছিলেন কিং খান। এবার এই কাঁধে তোলার পিছনের কাহিনীই প্রকাশ্য়ে আনলেন কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান, তাঁকে কাঁধে তুলতে গিয়ে নাকি শাহরুখের ফ্রোজেন শোল্ডারের সমস্যা দেখা দেয়। কাজলের কথায়, “ছবির পোস্টার শুটের জন্য আমায় শাহরুখের কাঁধে উঠতে হত। আমার এত খারাপ লাগছিল যে কী বলব। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে , তুমি পারবে তো? ও বলেছিল, হ্যাঁ পারব। চিন্তা করো না আমি শক্তিশালী।” এরপর অভিনেত্রী বলেন, “ও আমায় একটুও বুঝতে দেয়নি আমি কতটা ভারী। তবে পড়ে ওকে ফ্রোজেন শোল্ডারের সমস্যায় ভুগতে হয়।”

শাহরুখ-কাজলের এই অজানা কাহিনী বর্তমানে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। ‘দিল ওয়ালে দুলহনিয়া সে জায়েঙ্গে’ একসময় বক্সঅফিস কাঁপিয়েছিল। শুধু তখনই নয়, এখনও এই ছবি আলোচনায় উঠে আসে। রাজ আর শিমরনের সেই অনস্ক্রিন রসায়ন আজও দর্শকের মনে চির নতুন। ‘ডিডিএলজে’-এর পর শাহরুখ কাজলকে এক ফ্রেমে শেষ দেখা গিয়েছিল ‘দিলওয়ালে’ ছবিতে। তাঁদের দু’জনকে ফের বড়পর্দায় দেখার জন্য আজও মুখিয়ে দর্শক।

Next Article