Kajol: বহুদিন পর ফিরেছেন চেনা জায়গায়….কাজলের মনে হচ্ছে পার্টি চলছে!

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jul 20, 2021 | 3:34 PM

কাজলের কেরিয়ারের গ্রাফ বর্তমানে ধীর গতিতে চলছে। তিনি নব্বইয়ের দশক এবং ২০০০ সালে বলিউড ইন্ডাস্ট্রি জমিয়ে রেখেছিলেন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন কাজল।

Kajol: বহুদিন পর ফিরেছেন চেনা জায়গায়....কাজলের মনে হচ্ছে পার্টি চলছে!

Follow Us

কোভিড-এর দ্বিতীয় ওয়েভ থেকে কিছুটা বিরতি মিলেছে। একে একে বলি অভিনেতারা ফিরছেন শুটিং ফ্লোরে। বলিউড অভিনেত্রী কাজল দেবগণও ফিরলেন শুটিংয়ে।  শুটিংয়ের প্রথম দিনের ছবিটিও শেয়ার করেছেন কাজল।

‘মাই নেম ইজ খান’ খ্যাত অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুটিংয়ের আগে প্রস্তুতির এক ছবি পোস্ট করেছেন। তাঁর ভ্যানিটি ভ্যানে তৈরি হচ্ছেন অভিনেত্রী। কাজে ফিরে আসার উত্তেজনা প্রকাশ করে ক্যাপশনে কাজল লিখেছেন, ‘এত দিন পরে সেটের অনুভূতি অন্যরকম … মনে হচ্ছে পার্টির চলছে!” একাধিক ফ্যান লাইক করেছেন তাঁর  পোস্ট করা ছবিতে।

যদিও কাজলের কেরিয়ারের গ্রাফ বর্তমানে ধীর গতিতে চলছে। তিনি নব্বইয়ের দশক এবং ২০০০ সালে বলিউড ইন্ডাস্ট্রি জমিয়ে রেখেছিলেন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন কাজল।

 

 

তাঁকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘ত্রিভঙ্গ—টেড়ি মেরি ক্রেজি’ ছবিতে। ২০২১ সালের ১৫ জানুয়ারি ছবিটি ওটিটিতে প্রকাশিত হয়েছিল এবং দুর্দান্ত প্রতিক্রিয়া পেয়েছিল। কাজল হলেন অভিনেত্রী তনুজা ও পরিচালক শমু মুখোপাধ্যায়ের কন্যা। তিনি ‘বেখুদি’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তার সর্বাধিক জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’। তাঁর ভবিষ্যতের প্রকল্পগুলো ‘ভেলাইল্লা পট্টাধারী-৩’ এবং শাহরুখ খানের বিপরীতে রাজকুমার হিরানির শিরোনামহীন স্যাটায়ারধর্মী ফিল্ম। এছাড়াও ‘সসি ললিতা’র বায়োপিকে তাঁকে দেখা যাবে।

আরও পড়ুন Amitabh Bachchan: ঘুমের চোটে হাই তুলছেন বিগ বি, ‘রাউন্ড দ্য ক্লক’ কাজ করে ক্লান্ত শরীর

Next Article
Amitabh Bachchan: ঘুমের চোটে হাই তুলছেন বিগ বি, ‘রাউন্ড দ্য ক্লক’ কাজ করে ক্লান্ত শরীর
রাজ কুন্দ্রার জেল হেফাজতের পর কোথায় গেলেন শিল্পা শেট্টি?