ট্রোলিং কোনও নতুন বিষয় নয়। সেলেবরা ট্রোলিংয়ের নিশানায় অনেক বেশি থাকেন। সাম্প্রতিক কোনও ঘটনা হোক বা পুরনো কোনও ঘটনা যে কোনও সময় যে কোনও বিষয়ে ট্রোলিংয়ের শিকার হতে পারেন সেলেবরা। ঠিক যেমন সদ্য ট্রোলিংয়ের শিকার হলেন বলিউড অভিনেত্রী কাজল। অতীতে একটি পুরস্কারের মঞ্চে তিনি যে পোশাক পরে গিয়েছিলেন, তার জন্য সমালোচিত হচ্ছেন তিনি। পুরনো সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ফ্যাশন নিয়ে ক্রমাগত এক্সপেরিমেন্ট করতে থাকেন কাজল। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে কোনও একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে রেড কার্পেটে তিনি যে পোশাক পরে গিয়েছেন, তা একটু অন্যরকম। জামার অদ্ভুত কলার। কাটিংয়েও অভিনবত্ব রয়েছে। তা দেখে সোশ্যাল অডিয়েন্সের কেউ বলছেন, ‘আমার বাইকের কভার পরে রয়েছেন’। কারও মতে, ‘চাদর পরে রয়েছেন, অ্যাওয়ার্ড না পেলে ওখানেই শুয়ে পড়বেন’। সদ্য বিগ বস ওটিটির প্রতিযোগী উরফি জাভেদ তাঁর অন্যরকম পোশাকের সৌজন্যে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন। উরফির প্রসঙ্গ তুলে কোনও এক দর্শক কাজলের উদ্দেশ্যে লিখেছেন, ‘ওর আবার উরফির রোগ হল না তো’!
মাদক মামলায় আরিয়ান গ্রেফতার হওয়ার পর প্রকাশ্যে শাহরুখের পাশে না দাঁড়ানোতেও ট্রোল হয়েছিল কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বলিউডে ইতিহাস তৈরি করা এক ছবি। অনেকগুলো কারণে এই ছবি ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। এ হেন ছবি সদ্য পেরিয়ে গেল মুক্তির ২৬তম বার্ষিকী। শাহরুখ খান এবং কাজলের জুটির অন্যতম বক্স অফিস সফল এই ছবি। ২৬তম বার্ষিকী সেলিব্রেশনে ভার্চুয়ালি একটি পোস্ট করেন কাজল। তারপরই সমালোচিত হন তিনি।
কাজলকে উদ্দেশ্য করে জনৈক দর্শক মন্তব্য করেছিলেন, ‘যদি আপনার পিআর টিম এটা করে থাকে, তা হলে লজ্জা পাওয়া উচিত। আর যদি আপনি নিজে এটা করেন, তা হলে খারাপ লাগল। আপনার প্রিয় বন্ধু কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আরিয়ানের জামিনের আবেদন যখন খারিজ হচ্ছে, তখন আপনি এটা পোস্ট করছেন? কী সমস্যা আপনার?’ অন্য এক দর্শক লিখেছিলেন, ‘আমি আশা করেছিলাম, কঠিন সময়ে আপনি শাহরুখের পাশে দাঁড়াবেন। অন্তত সোশ্যাল মিডিয়াতে আমরা তেমন কিছু দেখিনি। আমি আপনার অনুরাগী ছিলাম। কিন্তু এখন…।’
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, রাজকুমার হিরানির পরের ছবিতে অভিনয় করবেন তিনি। এ বিষয়ে কাজল বলেন, “ওরা আমাকে এখনও অ্যাপ্রোচ করেনি। আমি স্ক্রিপ্ট পড়ছি, শুনছি। ভার্চুয়াল মিটিং করছি। তবে এখনও কিছু ঠিক করিনি।
আরও পড়ুন, Sreelekha Mitra: বাবাকে হারিয়েছেন, এখনও ভয়েজ রেকর্ড করে বাবার ফোনে পাঠাচ্ছেন শ্রীলেখা