বদভ্যাস ছাড়তে পারছেন না কাজল! কথা দিলেন আর এমন কাজ তিনি করবেন না
মঙ্গলবার অভিনেত্রী ইনস্টাগ্রামে হ্যান্ডেলে নিজের ছবি শেয়ার করে তারই প্রমাণ দিলেন।
প্রতিদিন অনেকে ঘুম থেকে উঠে আমরা ঠিক করে ফেলি আজ কী করব অথবা করব না। একটি তালিকা তৈরি করে নিই, কোনও-কোনও সময়ে নিজেকে প্রতিশ্রুতিও দিয়ে থাকি। আজ থেকে জাঙ্ক ফুড মেনু থেকে বাদ কিংবা আগামী রোববার জিন্স কেচে ফেলব। কিন্তু সত্যিই কি সেব প্রতিশ্রুতি রাখা যায়! শুধু আমরা কেন? বলিউডের নামজাদা অভিনেত্রী কাজলেরও তা-ই মনে হয়। এবং তাই মঙ্গলবার অভিনেত্রী ইনস্টাগ্রামে হ্যান্ডেলে নিজের ছবি শেয়ার করে তারই প্রমাণ দিলেন।
View this post on Instagram
ছবিতে দেখা গেল বছর ছেচল্লিশের অভিনেত্রী মনোযোগ দিয়ে স্ক্রিপ্ট পড়ছেন। তবে তা পড়ার সময় তিনি নিজের হাত দিয়ে যা করছিলেন তা আমাদের সকলকে বেশ অবাক করে দিয়েছে। পড়তে পড়তে অভিনেত্রী তাঁর নখ কামড়ে ধরেছেন। নিজের পোস্টে নিজেই মজার করে তুলেছেন, ক্যাপশনে লেখেন, ‘আমি আজ আমার নখ খাব না।’
View this post on Instagram
এটি প্রথমবার নয় যখন কাজল তাঁর সেন্স অফ হিউমারের প্রমাণ দিয়েছেন। তাঁর আগের পোস্টে অভিনেত্রী নিজের কোলে ভিনাইল রেকর্ড রেখে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার ৩টি মুড আছে ১. কোনও বিঘ্নতা ছাড়া গান বাজানো ২. প্রতেকটি গান স্কিপ করে যাওয়া ৩.একই গানট বার বার দিনের পর দিন চালিয়ে যাওয়া। তোমার কোনটা??”
View this post on Instagram