Jhanak Shukla: বাগদান সারলেন ‘কাল হো না হো’র সেই ছোট্ট ঝনক, হবু বর কে?

Jhanak Shukla: আর ছোট্টটি নয় সে। শাহরুখ খানের সঙ্গে বহু বছর আগে 'কাল হো না হো' ছবিতে শিশু চরিত্র হিসেবে কাজ করলেও ঝনক শুক্লা এখন পরিণত। বয়স ২৬ বছর।

Jhanak Shukla: বাগদান সারলেন 'কাল হো না হো'র সেই ছোট্ট ঝনক, হবু বর কে?
ঝনক শুক্লা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 4:48 PM

আর ছোট্টটি নয় সে। শাহরুখ খানের সঙ্গে বহু বছর আগে ‘কাল হো না হো’ ছবিতে শিশু চরিত্র হিসেবে কাজ করলেও ঝনক শুক্লা এখন পরিণত। বয়স ২৬ বছর। আর এই বয়সেই বাগদান সেরে ফেললেন তিনি। পাত্রের নাম স্বপ্নিল সূর্যবংশী। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন ঝনক। যদিও এর আগে সম্পর্কের কথা তিনি প্রকাশ্যে আনেননি। স্বপ্নিল পেশায় ফিটনেস ট্রেনার। বাড়িতেই ছোট করে হয়েছে রোকা অনুষ্ঠান। সেই ছবিও শেয়ার করেছেন। শুধু ঝনকই নয়, ছবি শেয়ার করেছেন তাঁর মা সুপ্রিয়া শুক্লাও। সুপ্রিয়া নিজেও অভিনেত্রী। অনেক ছবি ও ধারাবাহিকে কাজ করে থাকেন তিনি। তিনি লিখেছেন, “বাড়িতে এক ছোট্ট পরীর আগমন হল। ভগবানের আশীর্বাদে আমার পরিবার বড় হয়ে উঠল। স্বপ্নিল এখন আমার পরিবারেরই অংশ।” এই মুহূর্তে সিনেমা করেন না ঝনক। ১৫ বছর বয়সে অভিনয়ের উজ্জ্বল কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে তার আগে বহু ছবিতে কাজ করেছেন তিনি। ‘করিশ্মা কা করিশ্মা’ ধারাবাহিক দিয়েই পরিচিতি লাভ করেন তিনি। এতটাই জনপ্রিয় হয়ে যান যে করণ জোহরও বেছে নেন তাঁকে তাঁর ছবিতে। হলিউড ছবি ‘ওয়ান নাইট উইদ দ্য কিং’-এও দেখা গিয়েছে তাঁকে। কেন হঠাৎ ছেড়ে দিলেন তিনি অভিনয়? জানিয়েছিলেন, বাবা-মা চেয়েছিলেন তিনি আগে পড়াশোনা শেষ করুন। তিনিও সেটাই চেয়েছিলেন। সে কারণেই পুরাতত্ত্ব নিয়ে করেছেন স্নাতকোত্তর। ফ্লুড ব্লগিংও করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়।

হঠাৎ করেই ওজন বাড়িয়ে ফেলেছিলেন ঝনক। সে কারণে তাঁকে ট্রোলের মুখেও পড়তে হয়েছিল। যদিও শরীর নিয়ে কোনওদিনইও অস্বস্তিতে পড়তে দেখা যায়নি তাঁকে। নতুন জীবনের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।